হাড়োয়া: দরজায় কড়া নাড়চ্ছে পঞ্চায়েত নির্বাচন। তার আগে ঘর গোছাতে মরিয়া সকল রাজনৈতিক দল। রবিবার সকালে উত্তরবঙ্গের কোচবিহারে প্রায় ৪০০ জন তৃণমূল কর্মী যোগদান করেন সিপিএম-এ (CPM)। একদিকে যখন উত্তরবঙ্গে যোগদান তখন আবার দক্ষিণবঙ্গ থেকে উঠে এল বিপরীত ছবি। সেখানে আবার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ৭০০ জন সিপিএম কর্মী।
উত্তর ২৪ পরগনা জেলার শাসন থানার কীর্তিপুরের ঘটনা। সেখানে হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামের নেতৃত্বে ব্লক সভাপতি শম্ভু ঘোষের উদ্যোগে সিপিএমের নেতৃত্ব সহ মোট ৭০০ জন কর্মী তৃণমূল কংগ্রেস যোগদান করেন। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসে এই যোগদান ঘিরে এলাকায় ঘাসফুলের শক্তি বৃদ্ধি হচ্ছে বলে জানিয়েছেন হাজি নুরুল ইসলাম।
যোগদানকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা সিপিএম-এ থেকে কোনও কাজ করতে পারছেন না। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে তাই তাঁরা তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। তাঁদের আশা আগামী দিনে তাঁরা তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষের সেবা করতে পারবেন। যদিও শাসন থানা এলাকার অন্যতম সিপিএম নেতা কুতুবুদ্দিন আহম্মেদ জানিয়েছেন, শাসনের ওই কীর্তিপুর এলাকাতে ৭০০ সিপিএম কর্মী আছে বলে আমার জানা নেই। নিজেদের বিক্ষুব্ধ লোকগুলিকে আবার সিপিএমের নাম দিয়ে তৃণমূলে যোগদান করিয়ে মিডিয়ার কাছে প্রচার চাইছে ওরা।