Hasnabad Train: শিয়ালদহ-হাসনাবাদ শাখায় শুরু ডাবল লাইনের কাজ, সোম থেকে ২ দিন বন্ধ ট্রেন চলাচল

Saumav Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 17, 2023 | 11:23 AM

Hasnabad: গত ছয় মাস ধরে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে হাসনাবাদ শিয়ালদা শাখার বেলেঘাটা ও লেবুতলা স্টেশনে।

Hasnabad Train: শিয়ালদহ-হাসনাবাদ শাখায় শুরু ডাবল লাইনের কাজ, সোম থেকে ২ দিন বন্ধ ট্রেন চলাচল
(নিজস্ব চিত্র)

Follow Us

হাসনাবাদ: উত্তর ২৪ পরগনার হাসনাবাদ শিয়ালদহ শাখায় ডাবল লাইন পরিষেবা ছিল না। যার ফলে এই রূটে যাত্রীদের দুর্ভোগের শীর্ষ ছিল না। ৪৫ মিনিট পরপর একটি করে ট্রেন পরিষেবা ছিল। প্রতিনিয়ত এই রুটে লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। সেই কারণে যাত্রীদের সুবিধার্থে ডাবল লাইন পরিষেবা চালু হতে চলেছে আগামী ১৮ তারিখের পরে।

গত ছয় মাস ধরে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে হাসনাবাদ শিয়ালদা শাখার বেলেঘাটা ও লেবুতলা স্টেশনে। বেলেঘাটা স্টেশনে লাগোয়া বিদ্যাধরী নদীর উপরে ২৫০ টনের একটি রিভার ব্রিজ তৈরি হয়েছে। পাশাপাশি আরও আনুষাঙ্গিক কাজের জন্য আগামিকাল ১৭ থেকে ১৮ তারিখ পর্যন্ত হাসনাবাদ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ট্রেন চলাচল বন্ধ থাকলে নিত্যযাত্রীদের পাশাপাশি ট্রেনে হকারি করে রুটি রুজি অর্জনকারী মানুষগুলো বড় দুর্বিপাকে পড়বেন।

এ দিকে, দু’দিন ট্রেন পরিষেবা বন্ধ থাকলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন হকাররা। সামনে ইদ রয়েছে তাই এই ট্রেন পরিষেবা বন্ধ হলে তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। যত দ্রুত সম্ভব ট্রেন চালু করার ব্যবস্থা করতে হবে এমনটি দাবি তাদের। ডাবল লাইন পরিষেবা চালু হওয়ার ফলে শিয়ালদা শাখায় লক্ষ লক্ষ যাত্রীরা উপকৃত হবেন। রেলের সিনিয়র ইঞ্জিনিয়ার মহাদেব খান জানিয়েছেন, তাঁর নিজের মস্তিষ্কপ্রসূত ধারণা নিয়ে এই রিভার ব্রিজ তৈরি করা হয়েছে। রিভার ব্রিজটি ২৫০ টন ওজন। ইতিমধ্যে কাজ সম্পন্ন হয়েছে ১৮ তারিখে এই রিভার ব্রিজের উপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে। তারপরে হাসনাবাদ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Next Article