Barasat-Hasnabad Train: শিয়ালদহ ডিভিশনে ফের বন্ধ ট্রেন! সোম ও মঙ্গল কোনও ট্রেন চলবে না এই লাইনে

Sayanta Bhattacharya | Edited By: অংশুমান গোস্বামী

Apr 17, 2023 | 8:18 AM

Train Cancel: ১৬ এপ্রিল রাত থেকেই ওই সেকশনে ডবল লাইন চালুর জন্য প্রয়োজনীয় কাজ শুরু হবে। ১৮ এপ্রিল মধ্য রাত অবধি সেই কাজ চলবে।

Barasat-Hasnabad Train: শিয়ালদহ ডিভিশনে ফের বন্ধ ট্রেন! সোম ও মঙ্গল কোনও ট্রেন চলবে না এই লাইনে
প্রতীকী ছবি
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: সপ্তাহের শুরুতেই ফের ট্রেন পরিষেবা বন্ধ থাকবে শিয়ালদহ ডিভিশনে। এর জেরে ব্যাপক সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। শিয়ালদহ ভিভিশনে রয়েছে হাসনাবাদ লাইন। শিয়ালদহ থেকে বারাসত হয়ে ট্রেন যায় হাসনাবাদে। বারাসত থেকে হাসনাবাদ অবধি ডবল লাইন চালু করবে রেল। এত দিন তা ছিল সিঙ্গল লাইন। তার জেরে ট্রেন চলাচলে কিছু সমস্যাও দেখা যেত। ডবল লাইন চালুর জন্যই বারাসত ও হাসনাবাদ লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ১৭ ও ১৮ এপ্রিল অর্থাৎ সোমবার ও মঙ্গলবার বন্ধ থাকবে ট্রেন পরিষেবা। রেলের তরফে জানা গিয়েছে, ১৬ এপ্রিল রাত থেকেই ওই সেকশনে ডবল লাইন চালুর জন্য প্রয়োজনীয় কাজ শুরু হবে। ১৮ এপ্রিল মধ্য রাত অবধি সেই কাজ চলবে। ১৯ এপ্রিল থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে ওই লাইনে।

আগামী ১৭ ও ১৮ এপ্রিল বারাসাত – হাসনাবাদ লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। ডবল লাইনের কাজের জন্য তা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে। প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন ওই রেলপথে। সপ্তাহের শুরুর ২ দিন তা বন্ধ থাকায় সমস্যায় পড়তে পারেন অফিসযাত্রী থেকে নিত্যযাত্রীদের।

হাসনাবাদ শাখায় ট্রেন বন্ধ নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “শিয়ালদহ ডিভিশনে সোন্ডালিয়া ও লেবুতলার মধ্যে ডবল লাইনের কাজ হওয়ার জন্য ১৭ ও ১৮ এপ্রিল বারসত ও হাসনাবাদের মধ্যে সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। ১৯ এপ্রিল থেকে ফের ট্রেন চলাচল শুরু হবে। যাত্রীদের অসুবিধা হবে। তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ডবল লাইনের কাজ খুব গুরুত্বপূর্ণ।”

Next Article