‘সরকারে যারা আছে, তাদের বলছি ছাত্র নির্বাচন করা দরকার’, বিবেকের ভূমিকায় সৌগত?

Ananta Chattopadhyay | Edited By: অংশুমান গোস্বামী

Aug 27, 2023 | 1:53 PM

কোন কাজ থেকে টিএমসিপি-কে দূরে থাকতে তা অভিভাবক সুলভ ভঙ্গিতে পরামর্শ বর্ষীয়ান এই রাজনীতিক। এর পাশাপাশি কলেজে কলেজে ছাত্র সংসদের নির্বাচন হওয়া দরকার বলেও মনে করেন তিনি। এ দিনের সভা মঞ্চ থেকে সেই বিষয়ে বিস্তারিত বলেছেন তিনি।

‘সরকারে যারা আছে, তাদের বলছি ছাত্র নির্বাচন করা দরকার’, বিবেকের ভূমিকায় সৌগত?
তৃণমূল সাংসদ সৌগত রায়

Follow Us

বরাহনগর: ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রস্তুতি সভাও করছে টিএমসিপি। বরানগরে সে রকমই একটি সভায় উপস্থিত ছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সেই সভা মঞ্চ থেকে ছাত্র পরিষদের নেতা ও কর্মীদের এক প্রকাশ হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ। কোন কাজ থেকে টিএমসিপি-কে দূরে থাকতে তা অভিভাবক সুলভ ভঙ্গিতে পরামর্শ বর্ষীয়ান এই রাজনীতিক। এর পাশাপাশি কলেজে কলেজে ছাত্র সংসদের নির্বাচন হওয়া দরকার বলেও মনে করেন তিনি। এ দিনের সভা মঞ্চ থেকে সেই বিষয়ে বিস্তারিত বলেছেন তিনি। তবে, সৌগত রায়ের মন্তব্যে অস্বস্তিতে রাজ্যের শাসক দল।

বরাহনগরের ওই সভামঞ্চ থেকে ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গে সৌগত রায় বলেছেন, “ছাত্র নির্বাচন করা দরকার। সরকারে য়াঁরা আছেন তাঁদেরকেও বলেছি ছাত্র ইউনিয়ন নির্বাচন করা দরকার। নির্বাচন না করলে আমরা ছাত্র রাজনীতির আঙ্গিনাকে পরিষ্কার করতে পারব না। শুধু আমার গায়ের জোর আছে, আমি কলেজের গেটে গিয়ে মস্তানি করি। তাই আমি ছাত্রনেতা হব, তা হয় না।” এর পরই কংগ্রেস ঘরানার বর্ষীয়ান রাজনীতিক বুঝিয়েছেন ছাত্রনেতাদের দায়িত্ব কী হতে হবে। এ বিষয়ে তিনি বলেছেন, “আমাদের জিততে হবে লড়াই করে। প্রতিটা ক্লাসে, প্রতিটা জায়গায়। আমি আশা করি এক-দু বছরের মধ্যেই ছাত্র সংসদগুলির নির্বাচন হবে ক্লাসে ক্লাসে।”

কলেজে ভর্তি হতে গেলে নেতাদের টাকা দিতে হয়- গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অভিযোগ ঘুরে ফিরে উঠেছে। এই বিষয়টিও এ দিন উঠে এসেছিল সৌগতের বক্তব্যে। দমদমের সাংসদ সাফ বলেছেন, “কলেজে ছাত্র ভর্তির নামে টাকা তোলা- এটাকে আমি ঘৃণা করি। আমরাও ছাত্র ছিলাম। আমাদের সময়ও ছাত্র ভর্তি করতে হত। ছাত্র ভর্তির নামে টাকা নেওয়া উচিত নয়। এটা করা যাবে না।” এই সমস্যার সমাধান করতে না পারে কী হবে তার বিষয়ে সৌগত বলেছেন, “এটা যদি আমরা কঠোরভাবে না মানতে পারি। তাহলে টাকা তোলার লোভে শুধু কিছু সমাজবিরোধী কলেজে এসে ভিড় করবে। আমাদের পরিষ্কার হতে হবে। টাকা তোলার মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ থাকবে না।”

Next Article