Barasat Blast LIVE: দত্তপুকুর নিয়ে রিপোর্ট তলব শিশু সুরক্ষা কমিশনের, ঘটনাস্থলে NIA

অবন্তিকা প্রামাণিক | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 29, 2023 | 12:46 AM

Barasat Blast: যেভাবে মাস তিনেক আগে এগরার বিস্ফোরণের সময় দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছিল সেই একই ভাবে দেখা গেল পেয়ারা গাছে,পাঁচিলে পড়ে রয়েছ মানুষের মৃতদেহ।

Barasat Blast LIVE: দত্তপুকুর নিয়ে রিপোর্ট তলব শিশু সুরক্ষা কমিশনের, ঘটনাস্থলে NIA
দক্ষিণবঙ্গে এডিজি সাউথ
Image Credit source: TV9 Bangla

Follow Us

বারাসত: রবিবার সকাল আটটা নাগাদ বাজি বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসতের নীলগঞ্জের মোছপোল এলাকা। কমপক্ষে  ৮ জনের। আহত একাধিক। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে আশপাশের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।  রাতভর চলছে তল্লাশি। সকাল থেকে আবারও দেহ উদ্ধারের কাজ চলছে। কোথাও পড়ে রয়েছে কাটা হাত, কোথাও কাটা মুণ্ড, কাটা আঙুল। ভয়ঙ্কর ছবি ফিরিয়ে দিল কয়েক মাস আগের এগরার বিস্ফোরণস্থলের ছবি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Aug 2023 05:44 PM (IST)

    ওসি সাসপেন্ড

    সাসপেন্ড করা হল নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে। ওসি হিমাদ্রি ডোগরাকে সাসপেন্ড করা হল সোমবার। সবিস্তারে পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে সাসপেন্ড নীলগঞ্জ ফাঁড়ির ওসি

  • 28 Aug 2023 04:50 PM (IST)

    দত্তপুকুরে বিস্ফোরণে এনআইএ তদন্ত দাবি নওশাদের

    দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় এবার আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী এনআইএ তদন্তের দাবি জানালেন। সোমবার তিনি বলেন, আইনজীবীদের সঙ্গে কথা বলে প্রয়োজনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন। এর আগে রাজ্য বিজেপি এই বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি জানায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অমিত শাহকে এই নিয়ে রবিবার চিঠিও দেন।


  • 28 Aug 2023 04:41 PM (IST)

    দুর্ঘটনাস্থলে এনআইএ

    নীলগঞ্জে বিস্ফোরণস্থলে পৌঁছলেন এনআইএ আধিকারিকরা। বিস্ফোরণস্থল খতিয়ে দেখলেন এনআইএ-এর দুই আধিকারিক। সেখানে তদন্তকারী এক আধিকারিকের সঙ্গে কথা বলেন তাঁরা।

  • 28 Aug 2023 12:56 PM (IST)

    পুলিশের মদতেই বিস্ফোরণ: সেলিম

    দুর্ঘটনাস্থল খতিয়ে দখলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সিপিএমের প্রতিনিধি দল দুর্ঘটনাস্থলে। তিনি বলেন, “দেহ উদ্ধার,নমুনা সংগ্রহ প্রাথমিক কাজ। কিন্তু পুলিশ প্রশাসন এখান থেকে মাল সরাচ্ছে। গ্রামবাসীরা আপত্তি করেছেন। রাজ্য সরকারের প্রথম কাজ অপরাধীদের মদত দেওয়া, অপরাধ হলে প্রমাণ সরানো। বাইরে ইটভাটা, পিছনে ল্যাবরেটরি। আগে এরাই গরু ছাগল চড়াত। আগে যারা আপত্তি করেছিল, তাদেরই মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে পুলিশ। আগে বলেছিলাম, পুলিশের নাকের ডগায় বিস্ফোরণ, এখন বলছি, পুলিশেই মদতেই বিস্ফোরণ।”

  • 28 Aug 2023 10:27 AM (IST)

    প্রথম গ্রেফতার

    দত্তপুকুরের মোচপোল গ্রামে বিস্ফোরণের ঘটনায় পুলিশ গ্রেফতার করল এক জনকে। বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে এটাই প্রথম গ্রেফতারি। ধৃত ব্যক্তির নাম সফিকুল ইসলাম।

    বিস্তারিত পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণের ঘটনায় প্রথম গ্রেফতার, ধৃত সফিকুল কেরামতের সহযোগী

    বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার

  • 28 Aug 2023 10:25 AM (IST)

    বিস্ফোরণের অভিঘাত কয়েক হাজার বোমার সমান!

    পটাসিয়াম ক্লোরেট, বেরিয়াম নাইট্রেট এবং অ্যালুমিনিয়াম গুঁড়ো- এই তিন রাসায়নিকের জেরেই বিস্ফোরণের অভিঘাত এত বেশি বলে অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের।

    পড়ুন বিস্তারিত: বিস্ফোরণের অভিঘাত কয়েক হাজার বোমার সমান! কীভাবে ঘটল, চাঞ্চল্যকর তথ্য ফরেন্সিক বিশেষজ্ঞদের হাতে

    উদ্ধার হওয়া বাজি তৈরির উপকরণ

  • 27 Aug 2023 09:48 PM (IST)

    দত্তপুকুর নিয়ে কী বলছে খাদিকুল?

    খাদিকুল থেকে কোনও শিক্ষা নেয়নি প্রশাসন, অভিযোগ পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলের বাসিন্দাদের। তিন মাস আগে এই গ্রামে ভয়াবহ বিস্ফোরণ হয়। সবিস্তারে পড়ুন: ‘খাদিকুল থেকে প্রশাসন কোনও শিক্ষাই নিল না’, দত্তপুকুরে বিস্ফোরণ নিয়ে আক্ষেপের সুর এগরার সেই গ্রামে

  • 27 Aug 2023 09:45 PM (IST)

    ‘গোটা গ্রামে অবৈধ বাজি কারখানা ভর্তি’

    রাজ্যপাল সিভি আনন্দ বোস দত্তপুকুরে যান রবিবার সন্ধ্যায়। সেখানে রাজ্যপালকে অভিযোগ জানান গ্রামের মহিলারা। তাঁরা বলেন, গ্রামে একাধিক বেআইনি বোমা বাজি কারখানা আছে। বিস্তারিত পড়ুন: ‘গোটা গ্রামে অবৈধ বাজি কারখানা ভর্তি’, রাজ্যপালকে নালিশ নীলগঞ্জের মহিলাদের

  • 27 Aug 2023 07:00 PM (IST)

    কাকলির হুঁশিয়ারি

    দত্তপুকুরে বিস্ফোরণ নিয়ে স্থানীয়রা মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি বারাসতের সাংসদ তৃণমূল ঘোষ দস্তিদারের। যাঁরা এই ধরনের অভিযোগ করছেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    বিস্তারিত পড়ুন: ‘প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে অপবাদ’, হাসপাতালে বিস্ফোরণে আহতদের দেখতে এসে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি কাকলির

    কাকলি ঘোষ দস্তিদার।

  • 27 Aug 2023 05:26 PM (IST)

    আজই বারাসত যাচ্ছেন রাজ্যপাল

    উত্তরবঙ্গের সফর সেরেই বারাসতে যাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মাটিগোড়ায় মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার ১২ টার উড়ানে উত্তরবঙ্গ উড়ে যান রাজ্যপাল। সেখান থেকেই বারাসতের বাজি কারখানার বিস্ফোরণের খবর পান। সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে ফিরেই তিনি সরাসরি বারাসতে যাবেন বলে রাজভবন সূত্রের খবর।

  • 27 Aug 2023 05:23 PM (IST)

    বারাসত বিস্ফোরণ-কাণ্ডে এনআইএ তদন্ত দাবি করল রাজ্য বিজেপি

    বারাসত বিস্ফোরণ-কাণ্ডে এনআইএ তদন্ত দাবি করল রাজ্য বিজেপি। এ দিন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য এনআইএ তদন্তের দাবি জানান।

  • 27 Aug 2023 05:22 PM (IST)

    ‘প্রতিবাদ করতেই ধর্ষণ কেসে ফাঁসিয়ে দিল দত্তপুকুর থানার পুলিশ’

  • 27 Aug 2023 05:21 PM (IST)

    ‘কাপড় কাছছিলাম, হঠাৎ হাতের কবচি এসে পড়ল, ভাবুন কী অবস্থা হয়’

  • 27 Aug 2023 05:20 PM (IST)

    ‘একশোটা বাজি বাঁধলে ১১০ টাকা পেতাম’

  • 27 Aug 2023 02:46 PM (IST)

    বাজি বিস্ফোরণে জখম ৩ শিশু

    বাজি বিস্ফোরণ ঘটনায় বারাসত জেলা হাসপাতালের সুপার ৭ জনকে মৃত এবং ৮ জন আহত বলে ঘোষণা করেছেন। জখমদের মধ্যে তিনজন শিশু ও তিন মহিলা রয়েছেন।

  • 27 Aug 2023 02:04 PM (IST)

    ‘আমি কিছু জানতাম না, বাজি কারখানার মালিক ISF-এর লোক’

    বারাসতের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর থেকেই খাদ্য়মন্ত্রী রথীন ঘোষের দিকে আঙুল তুলেছেন এলাকাবাসী। পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। বারবার বলেছেন রাজ্য়ের মন্ত্রী সবটাই জানতেন। তবে সেই দাবিকে উড়িয়ে দিয়ে মন্ত্রী জানিয়েছেন তিনি কিছুই জানতেন না।

    বিস্তারিত পড়ুন: Barasat Blast: ‘আমি কিছু জানতাম না, বাজি কারখানার মালিক ISF-এর লোক’, সাফাই এলাকার বিধায়ক রথীন ঘোষের

  • 27 Aug 2023 02:03 PM (IST)

    ‘খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সব জানতেন’

  • 27 Aug 2023 02:01 PM (IST)

    পেয়ারা গাছে ঝুলছে দেহ

    কোনও দেহ পড়ে রয়েছে কারও বাড়ির ছাদে, কোথাও আবার পেয়ারা গাছে ঝুলছে দেহ, কোথাও আবার টালির চালে ঝুলছে দেহাংশ, রবিবার সকালে নীলগঞ্জ যেন আস্ত মৃত্যুপুরী। এখন চলছে দেহ উদ্ধারের কাজ, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের। ছুটে এসেছে দমকল।

    বিস্তারিত পড়ুন: Blast in Barasat: টালির চালে, কোথাও ছাদে, কোথাও পেয়ারা গাছে ঝুলছে দেহ

  • 27 Aug 2023 01:35 PM (IST)

    ‘টাকা খেয়ে চুপ থেকেছে, পুলিশ ফাঁড়ি তো এটিএম’

    এগরার ভয়াবহতা ফিরেছে দত্তপুকুরে (Duttapukur Bomb Blast)। সকাল সাড়ে আটটা নাগাদ বেআইনি বাজি কারখানায় তীব্র বিস্ফোরণে কেঁপে উঠেছে বারাসতের দত্তপুকুরের নীলগঞ্জ। 

    বিস্তারিত পড়ুন: Barasat Blast: ‘টাকা খেয়ে চুপ থেকেছে, পুলিশ ফাঁড়ি তো এটিএম’, বিস্ফোরণের পরেই গর্জে উঠছে নীলগঞ্জ

  • 27 Aug 2023 01:34 PM (IST)

    ভয়াবহ বিস্ফোরণে কাঁপল বারাসত

    পূর্ব মেদিনীপুরের এগরার পর ফের ভয়াবহ বিস্ফোরণ। এবারের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জের মোছপোল। সেখানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে বলে খবর। চারিদিকে ছড়িয়ে রয়েছে দেহাংশ। বিস্ফোরণে উড়েছে বাড়ির দেওয়াল। আহতদের বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী দত্তপুকুর থানার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।