উত্তর ২৪ পরগনা: ফের জগদ্দলে বোমাবাজি। অভিযোগের ভিত্তিতে তল্লাশি পুলিশের। রবিবার সকালে জগদ্দল মোমিন পাড়া এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। উদ্ধার দুটি তাজা বোমা। পুলিশের তল্লাশির সময় মজুত রাখা একটি বোমা ফেটে যায়। এরপরে ওই এলাকায় আরও পুলিশের তল্লাশি বাড়ানো হয়। ঘটনাস্থলে রয়েছে এডিসিপি মণীশ জোশী। শনিবার রাতে বোমাবাজির অভিযোগে ফের উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগদ্দল এলাকার বাসিন্দা সুরেশ মাহাতোর বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের আমেজ তখন তুঙ্গে। সকলেই হুল্লোড় করছেন।
সুরেশ মাহাতোর বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই সময় মাইক বাজানো নিয়ে এলাকারই বাসিন্দা আশিক খানের সঙ্গে ঝামেলা হয়।
অভিযোগ,দু’পক্ষের মধ্যে বচসায় প্রাথমিক হাতাহাতিও হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যস্থতায় বিষয়টি মিটে যায়। আশিক বাড়ি ফিরে যান। আচমকাই কিছুক্ষণ পর ফিরে এসে বোমাবাজি শুরু করেন বলে অভিযোগ। বাড়ির সামনে দাঁড়ানো বেশ কয়েকজন আহতও হন। এই বোমাবাজির নেপথ্যে আশিক খানেরই লোকজন রয়েছে বলে অভিযোগ উঠছে। স্প্লিন্টার ছিটকে এসে কারোর গলায়, কারোর পায়ে চোট লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বোমাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ফের এলাকায় তল্লাশি শুরু করে। সকালের তল্লাশি আবারও জগদ্দলে বোমা উদ্ধার হয়। এখনও তল্লাশি চলছে।