Jagaddal Murder Case: খুনের মামলায় গ্রেফতার অর্জুন সিংয়ের ভাইপো

Ananta Chattopadhyay | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 21, 2023 | 4:17 PM

Jagaddal Murder Case: প্রসঙ্গত, নভেম্বরে ন’টি গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় ভিকি যাদব নামের ৩৫ বছর বয়সি যুবক ভিকি যাদবের। তিনি এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। পুলিশ তদন্তে জানতে পেরেছে, ২৫ বছর আগে ভিকি যাদবের বাবাও গুলিতে ঝাঁঝরা হয়ে খুন হন।

Jagaddal Murder Case: খুনের মামলায় গ্রেফতার অর্জুন সিংয়ের ভাইপো
জগদ্দলে খুন ভিকি যাদব
Image Credit source: TV9 Bangla

Follow Us

বারাকপুর: জগদ্দলে ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেফতার বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো।  সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে গ্রেফতার করেছে ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। পাপ্পু আইনজীবী জানিয়েছেন, অন্য একটি মামলায় তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন আধিকারিকরা।  তারপর তাঁর মক্কেলকে বেআইনিভাবে পুলিশ গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, নভেম্বরে ন’টি গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় ভিকি যাদব নামের ৩৫ বছর বয়সি যুবক ভিকি যাদবের। তিনি এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। পুলিশ তদন্তে জানতে পেরেছে, ২৫ বছর আগে ভিকি যাদবের বাবাও গুলিতে ঝাঁঝরা হয়ে খুন হন। তিনি এক পুলিশ কর্মী খুনের আসামী ছিলেন। অন্যদিকে, ভিকির কাকার মৃত্যু হয় পুলিশি এনকাউন্টারে। সেক্ষেত্রে পুরনো কোনও শত্রুতা নাকি, পাচারের বখরা নিয়ে ঝামেলার জেরেই খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই মামলায় একাধিক জনকে এর আগেই গ্রেফতার করেছে পুলিশ। খুনের নেপথ্যে তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে বিহারের মোষ পাচারের তথ্যও। একাধিক জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। র‌্যাডারে রয়েছেন আরও অনেকে। এরই মধ্যে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়েছিল বছর বাইশের হরেরাম সাউয়েরও। শুক্রবার সন্ধ্যায় বাড়ির ভিতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছিল হরেরামের দেহ। এবার এই মামলায় গ্রেফতার করা হল অর্জুন সিংয়ের ভাইপো। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে সাংসদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article