বারাকপুর: জগদ্দলে ভিক্কি যাদব খুনের ঘটনায় কি বিহারের সঙ্গে জগদ্দলের মহিষ পাচারের লেনাদেনের যোগ রয়েছে? ভাবাচ্ছে পুলিশকে। জগদ্দলে মৃত ভিকি যাদবের বৃহস্পতিবার গরু পাচার মামলায় হাজিরা ছিল ঝাড়গ্রাম চিফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে। এই মামলায় ভিকির স্ত্রী নীলম যাদবকেও জামিন নিতে হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, ২ নভেম্বর ১৬নং জাতীয় সড়কে মহিষ পাচারের সময় ২১টি মহিষ এবং কয়েকটি বাছুর-সহ তিনটা পিকআপ ভ্যান আটক করে ঝাড়গ্রাম থানার পুলিশ। গ্রেফতার করা হয় চারজনকে। ওই গাড়িগুলির মধ্যে একটি গাড়ি ভিকি যাদবের স্ত্রী নিলম যাদবের নামে ছিল।
নিলম যাদবের নামে থাকা গাড়িতে মোষ পাচার করার অভিযোগে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ গ্রেফতার ও আটক করে। অভিযোগ নিলম যাদবের নামে থাকা পিকআপ ভ্যানে ৭টি মহিষ পাচার করা হচ্ছিল। যে মহিষগুলো পাচার হচ্ছিল, সেগুলো ভিকি যাদবের বলে পরে আদালতে কাগজ জমা দেয় অভিযুক্তর আইনজীবী । কিন্তু সে সময়ে কোনও কাগজ ছিল না। নিলম যাদব ঝাড়গ্রাম আদালত থেকে জামিন নেন। বৃহস্পতিবার ফের ওই মামলায় ঝাড়গ্রাম আদালতে হাজিরা ছিল ভিকির।
ভিকির গাড়ির চালক জানান, বিহারে প্রতি মাসেই একাধিক বার তিনি যেতেন। মূলত মোষ আনতেই যেতেন। সেদিনও মোষ নিয়ে ফিরছিলেন। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কেন মোষ প্রয়োজন ছিল ভিকির? তাহলে কি লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই খুন? এই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
চলতি সপ্তাহেই ন’টি গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় ভিকি যাদব নামের ৩৫ বছর বয়সি যুবক ভিকি যাদবের। তিনি এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। পুলিশ তদন্তে জানতে পেরেছে, ২৫ বছর আগে ভিকি যাদবের বাবাও গুলিতে ঝাঁঝরা হয়ে খুন হন। তিনি এক পুলিশ কর্মী খুনের আসামী ছিলেন। অন্যদিকে, ভিকির কাকার মৃত্যু হয় পুলিশি এনকাউন্টারে। সেক্ষেত্রে পুরনো কোনও শত্রুতা নাকি, পাচারের বখরা নিয়ে ঝামেলার জেরেই খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।