আড়িয়াদহ: ছবিতে বা কখনও চোখের সামনে হোয়াইট হাউস দেখেছেন? না দেখে থাকলে একবার আড়িয়াদহ ঢুঁ মেরে আসতে পারেন। সেখানে কিন্তু হোয়াইট হাউস রয়েছে। নিন্দুকেরা অন্তত তেমনটাই নাম দিয়েছে। আসলে এই বাড়িটি ‘গ্যাংস্টার’ জয়ন্ত সিংয়ের। যার ‘কুকীর্তির’ ভিডিয়ো বেশ কয়েকদিন ধরে ভাইরাল। তাঁর বাড়িটি যদি একবার দেখেন চোখ আটকে যাবে আপনারও। তবে বাড়ি তৈরিতেও কিন্তু গুচ্ছ-গুচ্ছ অভিযোগ। পুকুরের একাংশ বুঝিয়ে এই শ্বেতপ্রাসাদ তৈরি করেছে জয়ন্ত। আর এখানে বসেই নাকি চলত যত অপকর্ম। দুধের ব্যবসা আর তারপর ধীরে ধীরে এই বাড়ি। কীভাবে তৈরি হল? এত টাকাই বা এল কোথা থেকে? প্রশ্ন উঠছে।
আড়িয়াদহর মৌসুমি মোড়ে নিজের অস্তিত্ব সগর্বে জানান দিচ্ছে এই বাড়ি। চার তলা এই বাড়ি। বাইরে থেকে দেখা যাচ্ছে সেটি ঘেরা কাচের বারান্দা। বিগত এক বছর ধরে সেটি তৈরি হয়েই চলেছে। নিজেই জানালেন জয়ন্তর মা। সঙ্গে এও বুঝিয়ে দিলেন, যেদিন থেকে এই বাড়ি তৈরি হচ্ছে সেদিন থেকেই নাকি ‘লোকের নজর’ পড়েছে। তবে নজর পড়বে নাই বা কেন? এমন প্রাসাদপ্রম বাড়ি যে কারোর নজর তো কাড়বে। পুকুরের ধার ঘেষে তৈরি হয়েছে সেটি। রয়েছে লক্ষাধিক টাকার একটি চার চাকা গাড়িও। ভিতরে টিভি থেকে এসি কী নেই!
জয়ন্ত সিংয়ের মা বলেন, “একটা বাড়ি বানাচ্ছে তো ছেলে। একবছর ধরে তৈরি হচ্ছে। এই বাড়ির অনেকে ভিডিয়ো করে নিয়ে গিয়েছে। যখন থেকে তৈরি হল তখন থেকে জ্বালা শুরু হল। এই বাড়ি কোনও বেআইনি নয়। পুকুর বুজিয়েও হয়নি।”
আড়িয়াদহ: ছবিতে বা কখনও চোখের সামনে হোয়াইট হাউস দেখেছেন? না দেখে থাকলে একবার আড়িয়াদহ ঢুঁ মেরে আসতে পারেন। সেখানে কিন্তু হোয়াইট হাউস রয়েছে। নিন্দুকেরা অন্তত তেমনটাই নাম দিয়েছে। আসলে এই বাড়িটি ‘গ্যাংস্টার’ জয়ন্ত সিংয়ের। যার ‘কুকীর্তির’ ভিডিয়ো বেশ কয়েকদিন ধরে ভাইরাল। তাঁর বাড়িটি যদি একবার দেখেন চোখ আটকে যাবে আপনারও। তবে বাড়ি তৈরিতেও কিন্তু গুচ্ছ-গুচ্ছ অভিযোগ। পুকুরের একাংশ বুঝিয়ে এই শ্বেতপ্রাসাদ তৈরি করেছে জয়ন্ত। আর এখানে বসেই নাকি চলত যত অপকর্ম। দুধের ব্যবসা আর তারপর ধীরে ধীরে এই বাড়ি। কীভাবে তৈরি হল? এত টাকাই বা এল কোথা থেকে? প্রশ্ন উঠছে।
আড়িয়াদহর মৌসুমি মোড়ে নিজের অস্তিত্ব সগর্বে জানান দিচ্ছে এই বাড়ি। চার তলা এই বাড়ি। বাইরে থেকে দেখা যাচ্ছে সেটি ঘেরা কাচের বারান্দা। বিগত এক বছর ধরে সেটি তৈরি হয়েই চলেছে। নিজেই জানালেন জয়ন্তর মা। সঙ্গে এও বুঝিয়ে দিলেন, যেদিন থেকে এই বাড়ি তৈরি হচ্ছে সেদিন থেকেই নাকি ‘লোকের নজর’ পড়েছে। তবে নজর পড়বে নাই বা কেন? এমন প্রাসাদপ্রম বাড়ি যে কারোর নজর তো কাড়বে। পুকুরের ধার ঘেষে তৈরি হয়েছে সেটি। রয়েছে লক্ষাধিক টাকার একটি চার চাকা গাড়িও। ভিতরে টিভি থেকে এসি কী নেই!
জয়ন্ত সিংয়ের মা বলেন, “একটা বাড়ি বানাচ্ছে তো ছেলে। একবছর ধরে তৈরি হচ্ছে। এই বাড়ির অনেকে ভিডিয়ো করে নিয়ে গিয়েছে। যখন থেকে তৈরি হল তখন থেকে জ্বালা শুরু হল। এই বাড়ি কোনও বেআইনি নয়। পুকুর বুজিয়েও হয়নি।”