খড়দহ: খড়দা থেকে ডায়মন্ড হারবার। দূরত্ব ৬৪ কিলোমিটার। ট্রেনে সময় লাগে ২ ঘণ্টা ৩০ মিনিট। ওঁদের অনেকেই আড়াই ঘণ্টা পথ উজিয়ে চলে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের ঠিকানায়। কেউ আবার আগেরদিন রাতেই চলে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে ফোক্কা। গিয়ে বুঝতে পারেন, ঠিকানা তো দক্ষিণ ২৪ পরগনায় ডায়মন্ড হারবার নয়, ঠিকানা খড়দা। পাঁচ বছর পর বাংলার টেট পরীক্ষার দিন এক অন্যরকম বিভ্রাট। টেট পরীক্ষার্থীদের আসন পড়েছে খড়দহের কল্যান নগর বিদ্যাপীঠে, আর পরীক্ষার্থীদের অ্যাডমিটে লেখা আছে ডায়মন্ড হারবারে কল্যান নগরের বিদ্যাপীঠের নাম। দাবি পরীক্ষার্থীদের।
সবাই ডায়মন্ড হারবার গিয়ে হেনস্থা হয়ে ফিরে খড়দহের কল্যাণ নগর বিদ্যাপীঠে চলে গিয়ে কান্নাকাটি। স্কুলের সামনে ১৪৪ ধারা জারি থাকলেও ভিড় জমাতে থাকেন পরীক্ষার্থীরা। অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
এক ছাত্রী বলেন, “কোথায় সিট পড়েছে, আর কোথায় লেখা ছিল। কত দূর, সেই কোন প্রান্তে। আমরা তো নাজেহাল হয়ে গেছি। পরীক্ষার দিন এতটা জার্নি করা খুবই কষ্টের।”
এরপরেই স্কুল কর্তৃপক্ষ তাদেরকে মানবিকতার খাতিরে পরীক্ষা দেওয়ার অনুমতি দেয় স্কুল কর্তৃপক্ষ।
তবে কেবল এটি নয়, এরকম একাধিক ঘটনা এদিন ঘটেছে। পরীক্ষা কেন্দ্রের ঠিকানা ভুল থাকায় সমস্যা পড়ে অন্ততপক্ষে ৫০ জন পরীক্ষার্থী। পরে তাঁরা আমতলা বিষ্ণুপুর থানা দারস্থ হয়েছেন। সঠিক কেন্দ্রে যেতে তাঁদের অন্ততপক্ষে ৩ ঘণ্টা সময় লেগে যাবে। সেখানেও একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।