বারাকপুর: ঘরের ভিতর পড়ে থাকা বিয়ারের বোতলটা চোখ এড়ায়নি তদন্তকারীদের। সেই বোতলের নীচেই চাপা ছিল একটা চিরকূট। তাতে লেখা ছিল কয়েকটা লাইন। তাতেই পর্দাফাঁস। বান্ধবীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার লেফটেনেন্ট কর্নেল কৌশিক অধিকারী। পুলিশ তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বারাকপুরে। ধৃতকে বৃহস্পতিবার বারাকপুর আদালতে পেশ করা হয়।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, গত সোমবার বারাকপুর সেনা ছাউনির মেন্ডলা হাউজ় থেকে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ তদন্তে জানতে পারে ওই যুবতীর নাম প্রজ্ঞাদীপা হালদার। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করে পুলিশ। তদন্ত সেভাবেই এগোচ্ছিল। তদন্তের স্বার্থে পুলিশ আবারও যে ঘর থেকে দেহ উদ্ধার হয়, সেখানে তল্লাশি চালায়। তখনই পুলিশের নজরে পড়ে একটি টেবিলের কোণায় রাখা রয়েছে বিয়ারের বোতল।
বিয়ারের বোতলের নীচেই চাপা ছিল এক টুকরো কাগজ। তাতে কয়েকটা লাইন লেখা ছিল। তাতে পুলিশ মনে করছে প্রজ্ঞাদীপাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে ন কৌশিক।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রথমবার বিয়ে ভেঙে যাওয়ার পর আরও একটি বিয়ে করেছিলেন কৌশিক। পরে সেই বিয়েও ভেঙে যায়। এরপর ২০২০ সাল থেকে প্রজ্ঞার সঙ্গে সম্পর্ক তৈরি হয় কৌশিকের। ইদানীং সেই সম্পর্কেও টানাপোড়েন শুরু হয়।
দু’জনের মধ্যে অশান্তি চলছিল। তা নিয়ে মানসিক অবসাদে ছিলেন প্রজ্ঞাদীপা। পুলিশ মনে করছে, কৌশিক প্রজ্ঞাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। পুলিশ কৌশিককে ১০ দিনের হেফাজতে নিয়েছে। তবে এই ঘটনা সম্পর্কে সংবাদমাধ্য়মের সামনে মুখ খোলেননি কৌশিক।