Murder Case: প্রেম করে বিয়ে, ১১ বছর পর স্ত্রী খুনে শ্রীঘরে গেল স্বামী!
Murder Case: পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১১ বছর আগে গনির সঙ্গে বিয়ে হয় হাসিনার। গনি যদিও বিয়ের পর উত্তর ২৪ পরগনার বাগদার করঙতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতো। যদিও তাঁদের সম্পর্ক শুরুতে পরিবারের অনেক সদস্য, আত্মীয়রা মেনে নিতে পারেনি।

বনগাঁ: দীর্ঘদিনের প্রেম। ভালবেসে বিয়ে। কিন্তু, বিয়ে হলেও সুখ ছিল না সংসারে। পরিবারের সদস্যরা অন্তত তেমনটাই জানাচ্ছেন। শেষে স্বামীর বিরুদ্ধেই স্ত্রীকে খুনের অভিযোগ উঠল। মৃতার নাম হাসিনা মণ্ডল। বয়স ৩১ বছর। একদিন আগেই তাঁর স্বামী গনি খান মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ করে হাসিনার পরিবার। অভিযোগ পেতেই অ্যাকশন পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এদিন ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাতে চলেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১১ বছর আগে গনির সঙ্গে বিয়ে হয় হাসিনার। গনি যদিও বিয়ের পর উত্তর ২৪ পরগনার বাগদার করঙতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতো। যদিও তাঁদের সম্পর্ক শুরুতে পরিবারের অনেক সদস্য, আত্মীয়রা মেনে নিতে পারেনি। যদিও পরে তা ঠিকও হয়ে যায়। পরিবারের সদস্যরা বলছেন, ভালবেসে বিয়ে হলেও বিয়ের পর থেকে পরিবারে সুখ ছিল না। হাসিনার উপর গনি শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। এরইমধ্যে জানা যায় হাসিনার মৃত্যু হয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, গনি অত্য়াচার করেই তাঁদের মেয়েকে মেরে ফেলেছে। এই মর্মে বাগদা থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। তারপরই গ্রেফতার। ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে হাসিনার দিদি সহ পরিবারের সদস্যরা।
