Madan Mitra: ‘দলের মধ্যে বিজেপি-র এজেন্ট ঢুকে পড়েছে’, গোষ্ঠী কোন্দল নিয়ে প্রতিক্রিয়া মদনের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 17, 2022 | 4:05 PM

Madan Mitra: তৃণমূলের গোষ্ঠী কোন্দল মানতে নারাজ তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর দাবি দলে বিজেপির লোক ঢুকে পড়ে অশান্তি তৈরির চেষ্টা করেছেন।

Madan Mitra: দলের মধ্যে বিজেপি-র এজেন্ট ঢুকে পড়েছে, গোষ্ঠী কোন্দল নিয়ে প্রতিক্রিয়া মদনের
বিধায়ক মদন মিত্র।

Follow Us

কলকাতা: সামনে পঞ্চায়েত ভোট। জেলায়-জেলায় তার আগে অশান্তি শুরু হয়ে গিয়েছে। কোথাও বোমা উদ্ধার, কোথাও আবার অস্ত্র, কোথাও আবার চলছে শাসকদলের গোষ্ঠী কোন্দল। উচু তলার নেতৃত্ব একাধিকবার বার্তা দিয়েছেন। কিন্তু তারপরও যে কাজ হচ্ছে না তা নিত্যদিন খবরে উঠে আসে। যদিও, বিষয়টি তৃণমূলের গোষ্ঠী কোন্দল মানতে নারাজ তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর দাবি দলে বিজেপির লোক ঢুকে পড়ে অশান্তি তৈরির চেষ্টা করেছেন।

বৃহস্পতিবার TV9 বাংলাকে সাক্ষাৎকার দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, ‘দলের মধ্যে বিজেপির এজেন্ট ঢুকে পড়েছে। ওদের কিছু দালাল রয়েছে।’ এরপর হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেতা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি করতে পারেন এমন কাউকে চিহ্নিত করা গেলে তাঁকে আমরা ক্ষমা করব না।’ এরপর তিনি জানান, ‘আমাদের দল অনেক বড়। তাই যে কেউ ঢুকে পড়ছে। সমুদ্রে যেভাবে পোকা পড়ে সেই ভাবেই তৃণমূল কংগ্রেসে বিজেপির কিছু এজেন্ট ঢুকে পড়ছে।’

পরে তৃণমূল নেতা বলেন, ‘আমাদের দলের কিছু লোক যাঁরা তলায়-তলায় বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলের ক্ষতির চেষ্টা করছেন। তাঁরা বিভিন্ন খবর চালান করে দিচ্ছে। আমরা দলের মধ্যে তাঁদের চিহ্নিত করার চেষ্টা করছি। দলের নেতৃত্ব চোখ বন্ধ করে নেই। তারা পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছে।’

উল্লেখ্য, এর আগে দলের গোষ্ঠী কোন্দল নিয়ে সরব হয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে মিলেমিশে কাজ করার পরামর্শ দিয়েছিলেন তিনি। একই সঙ্গে কড়া বার্তা দিয়ে বলেছিলেন, ‘যার ইগো থাকবে বাড়িতে বসে যান। কাজ করার দরকার নেই।’ নদিয়ায় রাস উৎসবে যোগ দিয়ে মমতা বলেছিলেন, ‘এমএলএ যাঁরা আছেন নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আর কেউ করলে তাকে আমি পার্টিতে স্থান দেব না। আমাদের যাঁরা পঞ্চায়েতে আছেন, ব্লকে,জেলা পরিষদে আছেন কে বড় হনু আমি না মানুষ? মানুষ না থাকলে আমি শূন্য। রোজ তৃণমূলের প্রতীককে আমি নমস্কার করি। যার ইগো থাকবে বাড়িতে বসে যান। কাজ করার দরকার নেই। কলকাতার সঙ্গে কার যোগাযোগ আছে আপনার জানার দরকার নেই। আমরা মাঠে খুঁজে নেব তাঁকে।’

Next Article