Cancer Patients: ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে শপথ ছাত্রী ও মহিলাদের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 13, 2022 | 6:53 PM

ইতিমধ্যে ৫০ জন ক্যানসার আক্রান্ত রোগীদের চিহ্নিত করা হয়েছে।

Cancer Patients: ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে শপথ ছাত্রী ও মহিলাদের

Follow Us

বসিরহাট: বসিরহাট দক্ষিণের চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মারণরোগ অর্থাৎ ক্যানসার আক্রান্ত রোগীদের চিহ্নিত করে প্রথম পর্যায়ে সুস্থ করে মূল জীবনে ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়েছেন বসিরহাটের শিক্ষিত ছাত্রী ও মহিলারা। যা জেলা ও রাজ্যের মডেল হতে চলেছে। ক্যানসার মানেই মানুষের ধারণা নিশ্চিত মৃত্যু। আর তার থেকে বাঁচিয়ে আনার সংকল্প নিয়েছে বসিরহাট ১ ও ২ নম্বর ব্লক, বসিরহাট ও টাকি পৌরসভার গ্রামের কলেজ পড়ুয়া থেকে শুরু করে গ্রামের শিক্ষিত মহিলারা।

ইতিমধ্যে ৫০ জন ক্যানসার আক্রান্ত রোগীদের চিহ্নিত করা হয়েছে। যাদের প্রথম পর্যায়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং বিনা পয়সায় ওষুধ তথা স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর এইসব শিক্ষিত ছাত্রী থেকে শুরু করে মহিলারা। আর সেই উদ্যোগকে মহকুমা, জেলা তথা রাজ্যের মডেল তৈরি করার সংকল্প নিয়েছেন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়‌।

সপ্তর্ষি বলেছেন, “এর ফলে শিক্ষিত ছাত্রী ও মহিলাদের কর্মসংস্থান হবে। অন্যদিকে ক্যানসারে আক্রান্তদের প্রথম পর্যায়ে চিকিৎসা করে তাদের নতুন জীবনের ফিরিয়ে আনা আমাদের মূল উদ্দেশ্য। এখন আমরা প্রথম পর্যায় এই কাজ শুরু করেছি। আস্তে আস্তে জেলা ও রাজ্যে এটাকে মডেল করে তোলা আমাদের স্বপ্ন। এর ফলে আক্রান্ত রোগীরা তাঁদের জীবন ফিরে পাবে।”

Next Article