বাংলা সীমান্ত থেকে গ্রেফতার ১১ বাংলাদেশি

সুমন মহাপাত্র | Edited By: arunava roy

Jan 28, 2021 | 5:19 PM

ধৃতদের মধ্যে তিনজন মহিলা ও ছ'জন পুরুষ। এদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা ও দেমাথা থানা এলাকায়।

বাংলা সীমান্ত থেকে গ্রেফতার ১১ বাংলাদেশি
নিজস্ব চিত্র

Follow Us

স্বরূপনগর: সীমান্ত পেরিয়ে রাজ্যে অনুপ্রবেশের অভিযোগে ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত এলাকায় এদের আটক করেন ১১২ নম্বর ব্যাটিলিয়নের বিএসএফ জওয়ানরা। পরে তাদের গ্রেফতার করে পুলিশ। এ দিনই ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে পিথারিয়া ও হাকিমপুর সীমান্ত এলাকায় কয়েকজনকে ইতস্তত ভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত জওয়ানদের। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, এরা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। এরপর ধৃতদের স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ।

আরও পড়ুন: দু’দিন আগেই ফেসবুক লাইভে বলেছিলেন মনের কথা, তারপরই পিঠে গভীর ক্ষত, রহস্যমৃত্যু

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে তিনজন মহিলা ও ছ’জন পুরুষ। এদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা ও দেমাথা থানা এলাকায়। তারা কাজের সন্ধানে ভারতে ঢুকেছিল বলে জেরায় পুলিশ জানিতে পারে। বৃহস্পতিবারই এদের আদালতে তোলা হয়েছে।

Next Article