গাইঘাটা: মেয়াদ উত্তীর্ণ প্রোটিন পাউডার দেওয়ার অভিযোগ শিশুদের। যা নিয়ে বিভ্রান্তি ছড়াল এলাকায়। অভিভাবকদের অভিযোগ, পাউডার প্যাকেটে প্রিন্ট করা তারিখ অনুযায়ী খাবারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে মে মাসে। অক্টোবর মাস পড়লেও সেই প্রোটিন পাউডার দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ডুমা গ্রাম পঞ্চায়েতের সড়ুইপুর বটতলার একটি আইসিডিএস সেন্টারে।
শিশুদের অভিভাবকদের দাবি, পাউডারের প্যাকেটের গায়ে প্যাকেট তৈরির তারিখ দুই ধরনের দেওয়া রয়েছে। প্রিন্ট করা তারিখ অনুযায়ী খাবারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। যদিও, সেই তারিখটি ঢাকা রয়েছে। তার পরিবর্তে একটি স্টিকারে নতুন করে তারিখ লাগানো হয়েছে। আর এই নিয়েই ছড়িয়েছে বিভ্রান্তি। অভিভাবকদের প্রশ্ন, শিশুদের এমন খাবার কেন দেওয়া হবে? জয়া দাস নামে এক অভিভাবক বলেন, “একটা প্রোটিন জাতীয় খাবার দিয়েছে। সেই প্যাকেটে দেখি ডেট পার হয়ে গিয়েছে। এই ধরনের খাবার খেলে বাচ্চাদের তো ক্ষতি হবে। এগুলো কেন দিচ্ছে?”
এই বিষয়ে আইসিডিএস সেন্টারের শিক্ষিকা তনুজা মণ্ডল বলেন, “আমাদের কাছে যেমন খাবার এসেছে। তেমন খাবারই আমরা দিয়েছি। তবে যখন থেকে জানতে পেরেছি তখন থেকেই প্যাকেট দেওয়া বন্ধ করে রেখেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষও জানিয়েছি।” অপরদিকে, সেন্টারের সুপারভাইজার ভারতী চক্রবর্তী জানান, “প্রোটিন পাউডার বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছি।”