উত্তর ২৪ পরগনা: বারাকপুর আরদালি বাজারে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
আক্রান্ত ব্যক্তির নাম বিশাদ যাদব। তিনি ঠিকাদারির কাজ করেন। বৃহস্পতিবার তাঁকে লক্ষ্য করেই বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বাইকে চেপে এসে দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। আক্রান্তের স্ত্রীর অভিযোগ, সন্তোষ এবং ডেভিডের লোকজন তাঁর স্বামীর কাছ থেকে এক লক্ষ টাকা তোলা চেয়েছিল। তা না দেওয়াতেই এই হামলা।
এলাকার তৃনমূল কর্মীরা জানাচ্ছেন, বিশাল যাদবের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা মাস খানেক আগে পিটিশন জমা দিয়েছেন। বিশালের বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ আছে। স্থানীয় তৃণমূল নেতা ভিকি স্বর্ণকারের দাবি, বিজেপির অন্তর্কলহের জেরেই বোমাবাজি হয়েছে। যদিও এই ঘটনার পর পুলিশ দু’জন কে আটক করেছে। ব্যারাকপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আরও পড়ুন: মুকুলের বিধায়ক পদ খারিজ নিয়ে বিধানসভায় শুনানি, পেশ করা হবে বিশেষ অডিয়ো-ভিডিয়ো ক্লিপিংস