North 24 Parganas: স্কুলে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর, পরিবার যা জানাল…
North 24 Parganas: বৃহস্পতিবার স্কুল শুরুর পরে বাথরুমে গিয়েছিল ওই ছাত্রী। সেখানেই বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছএ। প্রথমে শিক্ষকরা তাকে প্রাথমিকভাবে সিন্দ্রানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

উত্তর ২৪ পরগনা: স্কুলের বাথরুম থেকে উদ্ধার ছাত্রীর অচৈতন্য দেহ! হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, শরীরে বিষক্রিয়া হয়েছে স্কুলে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা সপ্তম শ্রেণির ছাত্রীর। ভয়ঙ্কর ঘটনা উত্তর ২৪ পরগনার বাগদার সিন্দ্রাণী সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য স্কুল পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। কী কারণে স্কুলের ভিতরেই ছাত্রী বিষ খেল, তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের সদস্যরাও।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুল শুরুর পরে বাথরুমে গিয়েছিল ওই ছাত্রী। সেখানেই বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছএ। প্রথমে শিক্ষকরা তাকে প্রাথমিকভাবে সিন্দ্রানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়। কেন কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশায় ছাত্রীর পরিবার। স্কুল শিক্ষক জানিয়েছেন, “স্কুল শুরুর মুখে বাথরুমে গিয়ে বিষ খেয়েছিল। শুনেছি ছাত্রীকে বিয়ে দেওয়ার কথা বলেছিল পরিবার। সেই কারণেই এই ঘটনা ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে।”
যদিও ছাত্রীর মা জানিয়েছেন, “বাড়িতে কোন গন্ডগোল হয়নি। ভালো রেজাল্ট না করলে বিয়ে দিয়ে দেব বলে মজা করা হয়েছিল। কিন্তু কেন এই ঘটনা ঘটাল, জানি না।”

