North 24 Parganas: পাড়ায় আসা কাশ্মীরি শালওয়ালাদের নিয়েই এবার বড় সিদ্ধান্ত প্রশাসনের

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 01, 2025 | 11:55 AM

North 24 Parganas: বছরের পর বছর ধরে বনগাঁ শহরে শালওয়ালারা আসেন। শাল বিক্রি করতে দোকান দেন। স্থানীয় বনগাঁর মানুষরা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন মানুষ মাল্টিভিশার মাধ্যমে এসে এই শালওয়ালার থেকে শাল কিনে নিয়ে চলে যায়।

North 24 Parganas: পাড়ায় আসা কাশ্মীরি শালওয়ালাদের নিয়েই এবার বড় সিদ্ধান্ত প্রশাসনের
কাশ্মীরি শালওয়ালাদের জন্য বড় সিদ্ধান্ত
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: কাশ্মীরি শালওয়ালাদের ছদ্মবেশে জঙ্গিরা যাওয়া আসা করতে পারে। সেই সতর্কীকরণ থেকে বনগাঁ পৌরসভা বনগাঁ থানাকে আলাদা করে তাঁদের ওপর নজরদারির জন্য আবেদন জানিয়েছে। তাদের পরিচয়পত্র সঠিক কিনা খতিয়ে দেখার জন্য থানার কাছে আবেদন করেছেন সন্দেহ বনগাঁ পৌরসভা বিরোধী দলনেতা দেবদাস মণ্ডল। তিনিও মনে করেন, এই শালওয়ালাদের উপরে নজরদারি রাখা দরকার।

বছরের পর বছর ধরে বনগাঁ শহরে শালওয়ালারা আসেন। শাল বিক্রি করতে দোকান দেন। স্থানীয় বনগাঁর মানুষরা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন মানুষ মাল্টিভিশার মাধ্যমে এসে এই শালওয়ালার থেকে শাল কিনে নিয়ে চলে যায়। কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতিতে পুরপ্রধান মনে করছেন যে কোন সময় এই ছদ্মবেশে জঙ্গিরা ঢুকে পড়তে পারে ক্রেতা কিংবা বিক্রেতা। এই ক্রেতার ছদ্মবেশে এসেও বিভিন্ন ইনফরমেশন কিংবা অর্থ আদান প্রদান করে চলে যেতে পারে জঙ্গিরা।

তবে যাঁরা শুধুমাত্র ব্যবসা করতে এসেছেন, সেই ব্যবসায়ীদের সহযোগিতা করতে চান পুরপ্রধান। তিনি বলেন, “এখন যে পরিস্থিতি, তাতে সচেতন থাকতেই হবে। সন্ত্রাসবাদীরা ভারতের দিকেও তাকাচ্ছে। প্রশাসনকে আরও বেশি সতর্ক হওয়ার আবেদন জানিয়েছে। শালওয়ালাদের যাবতীয় নথি, প্রিভিয়াস হিস্ট্রি দেখার অনুরোধ করেছি।”

এই নজরদারির মধ্যে থাকতে প্রস্তুত শালওয়ালারা। কারা প্রকৃত ব্যবসায়ী, আর কারা অসৎ উদ্দেশ্যে এসেছেন,  প্রশাসনের কাছে নজর থাকবে। তবে শালওয়ালাদের বক্তব্য, প্রতিবছর থানার তরফে তাঁদের পরিচয়পত্র নিয়ে যায়। এ বছর এখনও পরিচয়পত্র নিতে আসেননি, ভিন্নভাবে নজরদারি চালাচ্ছে। কাশ্মীরের শ্রীনগরের এক ব্যবসায়ী বলেন, “আমি ১৯৯৮ সাল থেকে এখানে ব্যবসা করি শালের। এখনও প্রশাসনের তরফ থেকে কেউ আসেননি। তবে প্রত্যেকবারই আসে, আধার কার্ড জমা নেয়। প্রশাসনের তরফে যে উদ্যোগ নেওয়া হয়, নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ ভালো।”

Next Article