Barahanagar: বরাহনগরে অচৈতন্য অবস্থায় পড়ে বৃদ্ধ; খোয়া গিয়েছে নগদ টাকা, মোবাইল

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 06, 2022 | 6:45 PM

Barahanagar: বৃদ্ধের মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। বৃদ্ধ বীরেশ্বর শেঠের অভিযোগ, তাঁর ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

Barahanagar: বরাহনগরে অচৈতন্য অবস্থায় পড়ে বৃদ্ধ; খোয়া গিয়েছে নগদ টাকা, মোবাইল
রাস্তায় শুয়ে বৃদ্ধ

Follow Us

আরিয়াদহ: পরিত্যক্ত জায়গায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধ। বৃদ্ধের ব‍্যাগ থেকে খোয়া গিয়েছে নগদ টাকা ও মোবাইল। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বরাহনগরে। দক্ষিণেশ্বরের আরিয়াদহের বাসিন্দা ৭০ বছর বয়সি বীরেশ্বর শেঠ। বৃদ্ধ মঙ্গলবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেই মতো প্রথমে শিয়ালদহ স্টেশনে গিয়েছিলেন এবং সেখান থেকে চিকিৎসার জন্য হাসপাতালের পৌঁছেছিলেন। কিন্তু গতকাল চিকিৎসা না হওয়ার কারণে আবার শিয়ালদহ স্টেশন থেকে ক্যাব করে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। ক্যাবের চালককে বলেন, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামবেন। কিন্তু চালক মঙ্গলবার রাতে তাঁকে বরানগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় নামিয়ে দিয়ে চলে যান।

এদিকে তারপর বুধবার সকালে বরাহনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় এক পরিত্যক্ত জায়গায় বৃদ্ধকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বৃদ্ধের মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। বৃদ্ধ বীরেশ্বর শেঠের অভিযোগ, তাঁর ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বুধবারের এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই সকালে বৃদ্ধকে উদ্ধার করতে এগিয়ে আসেন। তখনও পর্যন্ত সেখানে স্থানীয় পুলিশ কিংবা পুর প্রশাসনের দেখা নেই। অবশেষে প্রায় ৩৬ ঘণ্টা সেখানে বৃদ্ধ পড়ে থাকার পর বরাহনগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মল্লিকের উদ্যোগে বৃদ্ধ বীরেশ্বর শেঠকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অচৈতন্য ওই বৃদ্ধকে উদ্ধার কাজের ঘটনায় এলাকার বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন TV9 বাংলাকে।

এই বিষয়ে এলাকার এক স্বাস্থ্যকর্মী সমাপ্তি ধর জানিয়েছেন, “আজ সকাল থেকে যা হয়েছে, তারপর পুরসভার চেয়ারম্যান এবং TV9  বাংলা এখানে আসার পর কাজটি খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। মানুষের কাজে লাগতে পেরেছি, তা ভাবতে পেরে আমার খুব ভাল লাগছে। আশা করছি, ওই ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন।”

 

Next Article