Sodepur: লিফটে একা পেয়ে নাবালিকার শরীরে অস্বস্তিকর ‘টাচ’ বারবার! বৃদ্ধের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সোদপুরে

Ananta Chattopadhyay | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 19, 2024 | 10:11 AM

Sodepur: অভিযুক্ত থাকেন আবাসনের চারতলায়। সোমবার ওই নাবালিকা টিউশন পড়তে আবাসনের একটি ফ্ল্য়াটে গিয়েছিল। সেখান থেকে নিজের ফ্ল্যাটে ফেরার সময় আবার লিফটে দেখা হয় ওই বৃদ্ধের সঙ্গে।

Sodepur: লিফটে একা পেয়ে নাবালিকার শরীরে অস্বস্তিকর টাচ বারবার! বৃদ্ধের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সোদপুরে
প্রতীকী ছবি

Follow Us

সোদপুর: আবাসনের লিফটে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। এক বৃদ্ধ আবাসিকের বিরুদ্ধে অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল সোদপুরে। ঘটনায় আবাসনে বিক্ষোভ দেখান আবাসিকরা। তাঁদের দাবি, একবার নয়, একাধিকবার ওই নাবালিকাকে ছোঁয়ার চেষ্টা করেছেন বৃদ্ধ। অশ্লীল নজরে দেখতেন বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ।

সোদপুর পানশিলায় একটি আবাসনের ঘটনা। লিফটে এক নাবালিকাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তাঁর মায়ের দাবি, তাঁর মেয়ের সঙ্গে একই ঘটনা একাধিকবার ঘটেছে। এর আগেও লিফটে উঠলে ওই বৃদ্ধ গালে, কাঁধে হাত দিয়েছেন। তাঁর আরও দাবি, আবাসিকের পরিচারিকাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করে থাকেন ওই বৃদ্ধ। প্রতিবাদে অভিযুক্ত বৃদ্ধের আবাসনের ঘরের সামনে বিক্ষোভ দেখান আবাসিকরা।

অভিযুক্ত থাকেন আবাসনের চারতলায়। সোমবার ওই নাবালিকা টিউশন পড়তে আবাসনের একটি ফ্ল্য়াটে গিয়েছিল। সেখান থেকে নিজের ফ্ল্যাটে ফেরার সময় আবার লিফটে দেখা হয় ওই বৃদ্ধের সঙ্গে। তখনই অস্বস্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ ওই বৃদ্ধের বিরুদ্ধে।  গোটা ঘটনার অভিযোগ জানানো হয়েছে খড়দহ থানায়। ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে খড়দহ থানা। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কে ভুগছেন ওই ফ্ল্যাটে বসবাসরত মহিলারা।

Next Article