Basirhat: অ্যাসিড হামলায় পুড়ল চোখ-মুখ, এবার শিকার ২ মহিলা পঞ্চায়েতকর্মী

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 23, 2022 | 6:17 PM

Acid Attack: অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম পিন্টু লাল মুখোপাধ্যায়। গ্রেফতার হওয়া ওই যুবককে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Basirhat: অ্যাসিড হামলায় পুড়ল চোখ-মুখ, এবার শিকার ২ মহিলা পঞ্চায়েতকর্মী
অ্যাসিড হামলার শিকার (প্রতীকী ছবি)

Follow Us

বসিরহাট : ফের অ্যাসিড হামলা (Acid Attack) রাজ্যে। এবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে (Basirhat)। অ্যাসিড হামলার শিকার দুই মহিলা পঞ্চায়েত কর্মী। তাঁরা বসিরহাটের স্বরূপনগর থানা এলাকার চারঘাট গ্রাম পঞ্চায়েতের ভিআরপি কর্মী। তাঁদের দুইজনকেই প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) স্থানান্তরিত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম পিন্টু লাল মুখোপাধ্যায়। গ্রেফতার হওয়া ওই যুবককে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

আক্রান্ত পঞ্চায়েত কর্মীদের মধ্যে একজনের বয়স বছর বাইশের আশপাশে। অন্যজনের বয়স বছর পঁচিশ। জানা গিয়েছে, আক্রান্ত ওই দুই পঞ্চায়েতকর্মীই বিবাহিতা। তাঁরা চারঘাট কাহারপাড়া এলাকায় কাজ করছিলেন। অভিযোগ, ঠিক তখনই দুষ্কৃতীরা পিছন থেকে তাঁদের লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন ওই দুই পঞ্চায়েতকর্মী। অসহ্য জ্বালা-যন্ত্রণায় কাতরাতে থাকেন। পঞ্চায়েতকর্মীদের ওই চিৎকারে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দাদারই ওই দুই মহিলা পঞ্চায়েতকর্মীকে উদ্ধার করে নিয়ে যায় নিকটবর্তী চারঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

জানা গিয়েছে, অ্যাসিড হামলার শিকার ওই দুই মহিলার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ওই মহিলার চোখে-মুখে অ্যাসিড লেগে পুড়ে গিয়েছে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায়, চারঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের রেফার করা হয়েছে। এদিকে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্য়েই স্বরূপনগর থানার পুলিশকর্মীরা পিন্টু লাল মুখোপাধ্যায় নামে এক যুবককে গ্রেফতার করেছে। স্বরূপনগর থানা এলাকারই চারঘাটের পোতাপাড়া থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। কী কারণে ওই যুবক পঞ্চায়েতের দুই মহিলাকর্মীর উপর অ্য়াসিড হামলা চালাল, তার উত্তর খুঁজছে পুলিশ।

Next Article