বসিরহাট: সীমান্ত এলাকায় গুলি করে খুন। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম আনন্দ সরকার (৪৫)। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি। ঘটনাটে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, বসিরহাট থানার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের নাকুয়াদহ এলাকায় সোমবার এই ঘটনাটি ঘটে।আনন্দ সরকার নামক ওই ব্যক্তি বাড়িতেই শুয়েছিলেন। সেই সময় বাড়ির বাইরে থেকে কয়েকজন তাঁকে ডাকে। ডাক শুনে ওইব্যক্তি বাইরে বেরিয়ে আসেন। এরপর তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে কিছুটা দূরেই একটি মাঠে। ওই মাঠের পাশেই তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। এরপর ধারাল অস্ত্র দিয়ে কোপানোও হয়।
রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে মাঠে ফেলেই পালিয়ে যায় অভিযুক্তরা। এদিকে গুলি চলার শব্দ শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তারাই ওই ব্য়ক্তিকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ওই ব্য়ক্তিকে মৃত বলে ঘোষণা করে।
প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, দুষ্কৃতীরা মৃত ওই ব্যক্তির পূর্ব পরিচিত। সেই কারণেই তাদের ডাকে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যক্তি।