AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North 24 Pargana: শ্বশুরকে বাবা বানিয়ে থাকছিলেন এখানে, জানাজানি হতেই বেপাত্তা রিয়াজুল

এরপর বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর রিয়াজুল ইসলামের সঙ্গে আবদুর রহিম গাজির মেয়ের বিয়ে দেন। তারপরেই আবদুরকে বাবার পরিচয় দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তোলেন অভিযুক্ত। শুধু ভোটার লিস্ট নয়, সরকারি যত নথিপত্র আছে সেই সমস্ত কিছু  সই করিয়ে নেন। পাশাপাশি সরকারি যতরকম সুযোগ-সুবিধা তাও তিনি ভোগ করেন। 

North 24 Pargana: শ্বশুরকে বাবা বানিয়ে থাকছিলেন এখানে, জানাজানি হতেই বেপাত্তা রিয়াজুল
রিয়াজুলের স্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 05, 2025 | 12:22 PM
Share

হিঙ্গলগঞ্জ (উত্তর ২৪ পরগনা): ভারতে এসে থাকছিলেন দীর্ঘদিন ধরে। অভিযোগ, এখানে এসে শ্বশুরকে বাবা বানিয়ে থাকছিলেন তিনি। অভিযুক্ত যুবকের নাম রিয়াজুল ইসলাম গাজি। উত্তর ২৪ পরগনার সুতিরআটি এলাকার ঘটনা।

বাংলাদেশের টাউন শ্রীপুরের বাসিন্দা রিয়াজুল ইসলাম গাজি। দশ বছর আগে তিনি ওপার বাংলাদেশ থেকে বেআইনি ভারতে আসেন। এরপর এখানে এসে আবদুর রহিম গাজির বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ, নির্দিষ্ট অর্থের লোভে আবদুর রহিম গাজি রিয়াজুলকে আশ্রয় দিয়েছিলেন বলে খবর। এরপর বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর রিয়াজুল ইসলামের সঙ্গে আবদুর রহিম গাজির মেয়ের বিয়ে দেন। তারপরেই আবদুরকে বাবার পরিচয় দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তোলেন অভিযুক্ত। শুধু ভোটার লিস্ট নয়, সরকারি যত নথিপত্র আছে সেই সমস্ত কিছু  সই করিয়ে নেন। পাশাপাশি সরকারি যতরকম সুযোগ-সুবিধা তাও তিনি ভোগ করেন।

এই বিষয়ে রামেশ্বরপুর বরুনহাট পঞ্চায়েতের প্রধান আবুল কালাম গাজি বলেন, “এইসব বিষয়ে আমাদের কোনও সহযোগিতা নেই। বেআইনিভাবে ভোটার লিস্টে নাম তুলেছে মানে সে অন্যায় করেছে। ইলেকশন কমিশন যদি মনে করে ওর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক।” রিয়াজুলের স্ত্রী বলেন, “আমার বাবা অত বুঝত না। ভুল করে করে ফেলেছেন। আর অনেক বছর আগে এই সব হয়েছে। সেই সময় তো ওই ভাবে ভোটার কার্ড ছিল না। তারপর আমি গর্ভবতী হয়ে পড়ি। সেই কারণে আর বাংলাদেশে ফিরে যাইনি। এখানেই থেকে গেছি। আমার স্বামীর কোনও দোষ নেই। আমার স্বামী এইখানেই থাকেন।”