বারাসত: বাচ্চাদের গুলি খেলা নিয়ে গন্ডগোল। ঘুষিতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বারাসতের ১৫ নম্বর ওয়ার্ডের পুঁইপুকুর এলাকায়। শনিবার সকালে এলাকারই কয়েকটি বাচ্চা একসঙ্গে খেলছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেই সময় একটি বাচ্চা গুলি ছুড়ে মারে। তাতে আরেকটি বাচ্চার চোখে এসে লাগে গুলি। মারাত্মক চোট পায় সে।ওই শিশুটির দাদু পানু মণ্ডল প্রতিবাদ করেন। এই নিয়ে আরেকটি বাচ্চার বাবা বাপ্পা নামে ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।
অভিযোগ, বাচ্চা তখন ওই শিশুটির দাদুকে বেধড়ক মারধর করা শুরু করেন। শেষে এমন জোরে একটা ঘুষি মারেন, ঘটনাস্থলেই ওই বয়স্ক ব্যক্তি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা বুঝতেই পারেননি, জল এত দূর গড়াবে। আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বারাসাত থানার পুলিশ। ঘটনার পরই এলাকা থেকে পলাতক অভিযুক্ত বাপ্পা নামের ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাপ্পার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। মদ গাঁজা খাওয়া, তা এলাকায় বিক্রি করা, এলাকার পরিবেশ নষ্ট করার মতোও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ বাপ্পার খোঁজে তল্লাশি শুরু করেছে।