Extramaratial Affair: ‘ওর তো দেওরের সঙ্গে সম্পর্ক, রাস্তাতেও বুকে হাত…’

Extramaratial Affair: মৃত যুবকের নাম সুব্রত হালদার (২৫)। বুধবার তাঁর দেহ বাঁশবাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, এলাকার এক গৃহবধূর সঙ্গে সুব্রতর ত্রিকোণ প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। আর তার জন্যই ওই গৃহবধূর পরিজনরা শ্বাসরুদ্ধ করে যুবককে খুন করেছে।

Extramaratial Affair: 'ওর তো দেওরের সঙ্গে সম্পর্ক, রাস্তাতেও বুকে হাত...'
যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন দিদিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 29, 2024 | 5:57 AM

নৈহাটি: পাড়ার বৌদির সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন ধরেই সেই নিয়ে মহিলার বাড়িতে ঝামেলা চলছিল। পরে ‘পথের কাঁটা’ উপড়ে ফেলতে ভয়ানক সিদ্ধান্ত। মোমো খাওয়ার নাম করে প্রেমিককে ডেকে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে নৈহাটি দোগাছিয়া এলাকায়।

মৃত যুবকের নাম সুব্রত হালদার (২৫)। বুধবার তাঁর দেহ বাঁশবাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, এলাকার এক গৃহবধূর সঙ্গে সুব্রতর ত্রিকোণ প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। আর তার জন্যই ওই গৃহবধূর পরিজনরা শ্বাসরুদ্ধ করে যুবককে খুন করেছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামী ও দেওরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রিবেলা মোমো খাওয়ার নাম করে সুব্রতকে ডেকে ছিলেন মহিলা। পুলিশের সন্দেহ, প্রেমিকার ডাকে সাড়া দিয়ে সেখানেই মহিলার স্বামী ও দেওর তাঁকে গলায় ফাঁস লাগিয়ে খুন করে। মৃতের দিদি অঞ্জনা দাস বলেন, “কালকে রাত্রিবেলা ভাইকে ডেকেছিল। মোমো নিয়ে গিয়েছিল। তখনই খুন করেছে ওরা ওকে। আমি চাই ওই মহিলার ফাঁসি হোক। ওর তো দেওরের সঙ্গে সম্পর্ক ছিল। আমি নিজে দেখেছি রাস্তায় বুকের কাছে হাত দিয়ে ঘুরত। গলা জড়িয়ে ধরে। এইভাবে দেওর বৌদি যায়? ওরাই ভাইকে মেরেছে।”