আগরপাড়া: বাঘাযতীনের পর এবার আতঙ্ক উত্তর ২৪ পরগনার আগরপাড়ায়। তৈরি হওয়ার আগেই ভেঙে পড়ল আবাসনের অংশ। ৪ তলার দেওয়াল এবং লিন্টন সটান ভেঙে পড়ল নীচে। প্রোমোটারের দিকে আঙুল উঠলেও, তাঁর দেখা মিলছে না। আগরপাড়ার পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহাজাতি নগর এলাকার ঘটনা। আবাসনের অংশ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার সকাল থেকে।
এদিন আবাসনের চারতলায় কাজ চলছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই গাঁথনি খুলে ওপর থেকে পড়ে যাচ্ছিল। এই নিয়ে আতঙ্ক ছড়াচ্ছিল। আর এদিন ঢালাই দেওয়ার কাজ চলে। ঢালাই দেওয়ার সঙ্গে সঙ্গে লিন্টন ভেঙে চারতলা থেকে পড়ে যায় সেটি। এর ঠিক আগেই শিশুরা নীচে খেলছিল, তাই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
দালাল লুকিয়ে পড়েছেন বলেও দাবি বাসিন্দাদের। তাঁদের অভিযোগ প্রোমোটার বেআইনিভাবে কাজ করছে। এদিন অভিযোগ উঠলেও প্রোমোটারকে দেখা যায়নি এলাকা। শুধু ভিতরে ছিলেন মিস্ত্রিরা।
উল্লেখ্য, দু দিন আগেই কলকাতার বাঘাযতীনে হেলে পড়ে একটি আস্ত ফ্ল্যাট। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একাংশ। প্রশ্ন উঠেছে পুরসভার ভূমিকা নিয়ে। এরই মধ্যে আগরপাড়াতেও দেখা গেল প্রায় একই রকম ছবি।