Barasat: ‘রোগীরাও খুব অসহায়’, তাই কর্মবিরতির পথে না হেঁটেই প্রতিবাদে বারাসত মেডিক্যাল

Dipankar Das | Edited By: সায়নী জোয়ারদার

Aug 13, 2024 | 10:01 AM

Barasat Medical: সুব্রত মণ্ডল বলেন, "আমরা গত কয়েকদিন ধরেই ট্রান্সফার করাটাই বন্ধ করে দিয়েছি। মানুষের স্বার্থে করছি। আমরা চাই না কোনও অসুস্থ রোগী কোথাও দিয়ে সমস্যায় পড়ুন। চেষ্টা করছি সবটা আমরা দেখতে। আমরা মানসিক দিক দিয়ে পুরোপুরিভাবে এই প্রতিবাদে আছি। দোষীর চরমতম শাস্তি চাই আমরা।"

Barasat: রোগীরাও খুব অসহায়, তাই কর্মবিরতির পথে না হেঁটেই প্রতিবাদে বারাসত মেডিক্যাল
বারাসত মেডিক্যাল কলেজের সুপার সুব্রত মণ্ডল
Image Credit source: TV9 Bangla

Follow Us

বারাসত: প্রতিবাদ তো চলবেই, তবে রোগী পরিষেবা ব্যাহত করে নেয়, মুমুর্ষুকে ফিরিয়ে দিয়ে নয়। এমনই বলছেন বারাসত মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ারা। রাজ্যের বিভিন্ন হাসপাতালে যখন টালমাটাল পরিস্থিতি, এমার্জেন্সি-নন এমার্জেন্সিতে কর্মবিরতি চলছে। সেইসময় বারাসত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবাদ তারা জানাচ্ছে। তবে কর্মবিরতির পথে হাঁটছে না। বারাসত মেডিক্যাল কলেজের সুপার সুব্রত মণ্ডল জানান, রোগী তাঁরা ফেরাচ্ছেন না।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, কাজ করে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে সুস্থ করে তোলার সংকল্প নিয়েছে তারা। ডাক্তারের সংবিধানে এটাই প্রধান শপথ। তাই পরিষেবাও দেবে তারা, চলবে প্রতিবাদও। বারাসত মেডিক্যাল কলেজের সকলেই চিকিৎসা করছেন, জানালেন বারাসত মেডিক্যাল কলেজের সুপার সুব্রত মণ্ডল। তাঁর বক্তব্য, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন রোগীরা। তাঁরা চিকিৎসা না পেয়ে ফিরে যাবেন, এটা সম্ভব নয়। তাই মাঝরাতেও রোগী এলে দিচ্ছেন পরিষেবা। আর বিভিন্ন হাসপাতালে এখন যেহেতু কর্মবিরতির কারণে পরিষেবা সমস্যায় পড়ছে, তাই চেষ্টা করছেন রোগীকে অন্যত্র ট্রান্সফার না করে যথাসাধ্য এখানেই চিকিৎসা দিতে।

সুব্রত মণ্ডল বলেন, “আমরা গত কয়েকদিন ধরেই ট্রান্সফার করাটাই বন্ধ করে দিয়েছি। মানুষের স্বার্থে করছি। আমরা চাই না কোনও অসুস্থ রোগী কোথাও দিয়ে সমস্যায় পড়ুন। চেষ্টা করছি সবটা আমরা দেখতে। আমরা মানসিক দিক দিয়ে পুরোপুরিভাবে এই প্রতিবাদে আছি। দোষীর চরমতম শাস্তি চাই আমরা। আমাদের গোটা চিকিৎসক পরিবারই তাই চায়। কিন্তু একইসঙ্গে আমরা যেহেতু পেশেন্ট কেয়ার সার্ভিস দিই, সেখানে বিভিন্ন রোগী আসেন। তাঁদেরও আমরা ফেরাতে পারি না। অসহায় অসুস্থ মানুষগুলোকেও তো আমরা ফেরাতে পারি না। মানবিক কারণেই তাঁদের পাশে না দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article