TMC Candidate: ‘মতুয়া প্রার্থী না দিলে…’, মমতাকে চিঠি দিচ্ছেন বাগদার তৃণমূল নেতারা

Dipankar Das | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 11, 2024 | 7:18 PM

Matua in Bagda: এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদার। মতুয়াদের এই দাবিকে তিনি সমর্থন জানিয়েছেন তিনি। তৃণমূল নেতা বলেন, মতুয়া প্রার্থী হলে দলের সাফল্য আসবে।

TMC Candidate: মতুয়া প্রার্থী না দিলে..., মমতাকে চিঠি দিচ্ছেন বাগদার তৃণমূল নেতারা
প্রার্থী নিয়ে সরব মতুয়ারা
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঠাকুরনগর: উপনির্বাচনে মতুয়া প্রার্থী চাই। স্পষ্ট বার্তা দিলেন মমতাবালা ঠাকুরের অনুগামীরা। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভায় কুড়ি হাজার বেশি ভোটে হেরেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী ছিলেন বাগদারই প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। এবার বাগদা বিধানসভার উপ নির্বাচনে ভূমিপুত্র তথা মতুয়া প্রার্থী করার দাবি জানালেন তৃণমূল অনুগামী মতুয়া ভক্তরা।

মঙ্গলবার বাগদার হেলেঞ্চ হরিমন্দিরে বৈঠক করে বাগদা ব্লক অল ইন্ডিয়া মতুয়া সঙ্ঘ। বৈঠকের পর তাঁরা জানান, বাগদা বিধানসভা উদ্ধারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বাগদার ভূমিপুত্র তথা মতুয়া প্রার্থী দিতে হবে। চিঠি দিয়ে সেই দাবি তাঁরা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতাবালা ঠাকুরের কাছে। তাঁরা বলছেন, বাগদা বিধানসভায় ৮০ শতাংশ মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস। ফলে তাঁরা মতুয়া প্রার্থী চান।

তাঁদের বিশ্বাস, বাগদায় মতুয়া প্রার্থী হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আসন উপহার হিসেবে দিতে পারবেন। যদি তাঁদের দাবি না মানা হয় তাহলে তাঁরা তৃণমূলকে সমর্থন করবেন ঠিকই কিন্তু পদক্ষেপ কী হবে, সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদার। মতুয়াদের এই দাবিকে তিনি সমর্থন জানিয়েছেন তিনি। তৃণমূল নেতা বলেন, মতুয়া প্রার্থী হলে দলের সাফল্য আসবে, তা না হলে হয়তো দেখা যাবে বিগত দিনের মত অল্প কিছু ভোটে হার হবে।

বিজেপির বাগদা ২ নম্বর মণ্ডলের সভাপতি সমীর কুমার বিশ্বাস বলেন, মতুয়ারা তৃণমূলের সঙ্গে নেই। সিএএ-এর বিরোধিতা করায় মতুয়ারা তৃণমূলের সঙ্গ ছেড়েছে বলে দাবি করেন তিনি।

Next Article