বাগদা: কখনও নকল পাসপোর্ট বানিয়ে, কখনও বা লুকিয়ে-লুকিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে দেখা গিয়েছে একাংশ বাংলাদেশিদের। এই আবহে আরও কড়া বিএসএফ থেকে শুরু করে পুলিশ প্রশাসন। এবার বাংলাদেশি যুবকে ছেলে পরিচয় দিয়ে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি ও এক বাংলাদেশি যুবক।
উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে কনিয়ারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গাপুরে একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। যাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তাঁর নাম মাসুদ মণ্ডল (৪১ বছর)। অভিযুক্তের বাড়ি থেকে এক বাংলাদেশি যুবককে আটক করে পুলিশ । ধৃত যুবকের নাম মেহেবুব হাসান রাসেল (রাহুল মণ্ডল) । বয়স তেইশের আশপাশে। বাংলাদেশের যশোর জেলার চৌগাছা আফরা গ্রামের বাসিন্দা সে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মেহেবুব ভারতীয় নাগরিক মাসুদকে বাবা পরিচয় দিয়ে এ দেশের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ও প্যান কার্ড বানিয়েছিল। দুই বছর আগে চোরা পথে ভারতে এসে মাসুদের বাড়িতে আশ্রয় নেয়। তবে কী কারণে মাসুদ এই বাংলাদেশি যুবককে নিজের ছেলে পরিচয় দিয়ে বাড়িতে রেখেছিল? সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। ধৃত দু’জনকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানা পুলিশ।