Sandeshkhali: বাচ্চারাও চলে আসছে ক্যাম্পে, বিস্কুট-লজেন্স নিয়ে তৈরি পুলিশও…

Aritra Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Feb 25, 2024 | 10:42 PM

Sandeshkhali: এসবের মধ্যেই কখনও কখনও বাড়ির বড়দের সঙ্গে অভিযোগ জানানোর সময় অভিযোগ গ্রহণ কেন্দ্রের সামনে এসে উপস্থিত হয়েছিল পরিবারের খুদে সদস্যও। বড়রা যখন অভিযোগপত্র জমা দিচ্ছে, তখন পুলিশের তরফে খুদেদের হাতে হাতে তুলে দেওয়া হয়েছে বিস্কুট, চকোলেট।

Sandeshkhali: বাচ্চারাও চলে আসছে ক্যাম্পে, বিস্কুট-লজেন্স নিয়ে তৈরি পুলিশও...
পুলিশ ক্যাম্প বিস্কুট, লজেন্সও রাখা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: বসিরহাট জেলা পুলিশের তরফে সন্দেশখালি থানার তত্ত্বাবধানে কাঠপোল বাজারে চলছে অভিযোগ গ্রহণ কেন্দ্র। গ্রামের সাধারণ মানুষের যার যা অভিযোগ তা অভিযোগপত্রে লিখে জমা দিতে পারবেন সকলেই। শনিবারের পর রবিবারেও চলেছে এই ক্যাম্প। দিনভর অভিযোগ জানিয়েছেন বহু মানুষ। জমি দখল, ভেড়ি দখল, ঘরবাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ জমা পড়েছে বলে খবর।

এসবের মধ্যেই কখনও কখনও বাড়ির বড়দের সঙ্গে অভিযোগ জানানোর সময় অভিযোগ গ্রহণ কেন্দ্রের সামনে এসে উপস্থিত হয়েছিল পরিবারের খুদে সদস্যও। বড়রা যখন অভিযোগপত্র জমা দিচ্ছে, তখন পুলিশের তরফে খুদেদের হাতে হাতে তুলে দেওয়া হয়েছে বিস্কুট, চকোলেট।

অনেকে অবশ্য বলছেন, এলাকায় শান্তি ফেরাতে এবং মানুষের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে এই পদক্ষেপ পুলিশের। শনিবার ও রবিবার দু’দিনে কাঠপোল নতুনবাজার এলাকায় পুলিশ ক্যাম্প করেছে। দ্বিতীয়দিন অর্থাৎ রবিবার বসিরহাট জেলা পুলিশের তরফে কাঠপোল বাজারে যে ক্যাম্প করা হয়েছিল, সেই ক্যাম্পে ৫৭টি অভিযোগ জমা পড়েছে। পুলিশ সূত্রে খবর, জমি দখলের অভিযোগের পাশাপাশি সিংহভাগ অভিযোগ অজিত মাইতির বিরুদ্ধে জমা পড়েছে।

Next Article