Mid Day Meal: রান্নাঘরের দরজা খুলতেই চোখ কপালে উঠল রাঁধুনিদের, পুড়ে ছাই মিড ডে মিলের রাশি রাশি খাবার

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 04, 2022 | 6:46 PM

Mid Day Meal: খবর চাউর হতেই স্কুলে আসতে থাকেন এলাকার বাসিন্দারা। তবে কীভাবে খাবারে আগুন লাগল সে বিষয়য়ে কেউই কোনও দিশা দেখাতে পারেননি।

Mid Day Meal: রান্নাঘরের দরজা খুলতেই চোখ কপালে উঠল রাঁধুনিদের, পুড়ে ছাই মিড ডে মিলের রাশি রাশি খাবার

Follow Us

বসিরহাট: কোথাও মিড ডে মিলের (Mid Day meal) খাবারে মিলেছিল সাপ, তো কোথাও কিলবিল করছিল পোকা। এবার একেবারে পুড়ে ছাই হয়ে গেল বাচ্চাদের জন্য রান্না করা খাবার। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বসিরহাটের (Basirhat) হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের কুলটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এ খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে। সূত্রের খবর, প্রতিদিনের মতো এদিনও সকালে স্কুলে আসেন রাঁধুনীরা। কিন্তু, স্কুলে এসে রান্নার ঘর খুলতেই চোখ কপালে উঠে যায় তাঁদের। দেখা যায় রান্না ঘরের মধ্যে থাকা মিড ডে মিলের সব খাবার পুড়ে ছাই হয়ে গিয়েছে। 

এদিকে এ খবর চাউর হতেই স্কুলে আসতে থাকেন এলাকার বাসিন্দারা। তবে কীভাবে খাবারে আগুন লাগল সে বিষয়য়ে কেউই কোনও দিশা দেখাতে পারেননি। তবে স্কুলের রাঁধুনিদে দাবি, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবেই খাবার আগুন লাগিয়ে তা নষ্ট করে দিয়েছে। যার জেরেই মিড ডে মিলের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে রাঁধুনীরা জানিয়েছেন মাসের শুরুতে একেবারেই গোটা মাসের বাজার করে রাখা হয়। এবারও মাসের শুরুতে সমস্ত সামগ্রী বাজার করে রান্না ঘরে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু, এ ঘটনার জেরে প্রায় গোটা মাসের রান্নার জন্য আনা আলু, রসুন, তেল, ডাল ও সয়াবিন সহ প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার খাবার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। 

এদিকে ইতিমধ্যেই খবর যায় পুলিশে। খবর পেয়ে স্কুলে আসে লাউগাছি বিট হাউসের পুলিশ। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনা প্রসঙ্গে স্কুলের রাঁধুনী কাজল বন্দোপাধ্যায় বলেন, “কখন হয়েছে জানিনা। কাল বিকালে রান্নাবান্না করে বিকাল সাড়ে চারটে নাগাদ বাড়ি গিয়েছিলাম। আজ সকালে এসে দেখি সব পুড়ে গিয়েছে। গোটা মাসের বাজার করা ছিল। সব নষ্ট হয়ে গিয়েছে। কীভাবে হল তা বুঝতে পারছিনা। আমরা চাই পুলিশ দোষীদের খুঁজে বের করুক। সাজা দিক।”

Next Article