রামপুরহাট: গাছে ঝুলছিল। ওঁরা ভেবেছিলেন কাঠবাদাম। গাছ থেকে পেড়ে কাঠবাদাম ভেবে খেয়ে ফেলেছিলেন তাঁরা। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয়ে যায় বমি-পায়খানা। পেটে অসহ্য ব্যথা। প্রথমে একটা-দু’জনের মধ্যে এই উপসর্গ দেখা দেয়। পরে তাঁদের পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, গ্রামের আরও অনেকেরই একই অবস্থা হয়েছে। তাঁরা একসঙ্গে খেলতে গিয়েছিল। আর কাজ থেকে বাড়ি ফেরার পথেই এই ফল খান। তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের রদিপুর গ্রামে। তারা প্রত্যেকে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। এখনও পর্যন্ত ২০ জনের অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাঁরা অসুস্থ হয়েছেন, তাঁরা বেশিরভাগই ইটভাটার শ্রমিক।
রামপুরহাটের রদিপুর গ্রামের বাসিন্দা। সোমবার বিকালে ইটভাটা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে একটি গাছ থেকে কাঠবাদাম ভেবে ফল গুলি পেড়ে খান রদিপুর গ্রামের কয়েকজন ইটভাটার শ্রমিক। সেই ফল বাড়িতে নিয়ে এসে বাদাম ভেবে নিজেদের বাচ্চাদেরও খাওয়ান তাঁরা।
সন্ধ্যার পর থেকে তাঁদের বমি ও পায়খানার উপসর্গ শুরু হয়। এরপরই আক্রান্তদের চিকিৎসা জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে যে ফলটি খেয়ে ১৮-২০ জনের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে, সেটা আদতে কী ফল, তা খতিয়ে দেখছেন হাসপাতালের চিকিৎসকরা।