Mamata Banerjee: বালুর হাবড়ায় আজ মমতা, সিএএ নিয়ে কোন বার্তা দিতে চলেছেন?

Dipankar Das | Edited By: সায়নী জোয়ারদার

Mar 12, 2024 | 9:50 AM

Mamata Banerjee: এদিন একাধিক সরকারি পরিষেবা প্রদান প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা প্রদান করা হবে সন্দেশখালির বাসিন্দাদেরও। সাড়ে ১১টা নাগাদ এই সভা হবে। উত্তর ২৪ পরগনা জেলার নানাপ্রান্তের মানুষ থাকবেন এদিনের সভায়। উপস্থিত থাকবেন সন্দেশখালির মহিলারাও।

Mamata Banerjee: বালুর হাবড়ায় আজ মমতা, সিএএ নিয়ে কোন বার্তা দিতে চলেছেন?
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ৪২-এর ৪২টি কেন্দ্রেই প্রার্থী ঘোষণা সারা তৃণমূলের। এবার জেলায় জেলায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার হাবড়ায় সভা করবেন তিনি। প্রশাসনিক সভা রয়েছে তাঁর। সোমবারই দেশজুড়ে কার্যকর হয়েছে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন। এদিনই মমতা বলেছিলেন, আইনে কী আছে দেখে নিয়ে তারপর মন্তব্য করবেন তিনি। এও বলেন, “সিএএ নিয়ে যা বলার হাবড়ার সভা থেকে বলব।” স্বভাবতই তাঁর এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এদিন একাধিক সরকারি পরিষেবা প্রদান প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা প্রদান করা হবে সন্দেশখালির বাসিন্দাদেরও। সাড়ে ১১টা নাগাদ এই সভা হবে। উত্তর ২৪ পরগনা জেলার নানাপ্রান্তের মানুষ থাকবেন এদিনের সভায়। উপস্থিত থাকবেন সন্দেশখালির মহিলারাও।

আজকের সভার আরও একটি তাৎপর্যপূর্ণ দিক হল, সভাস্থল। হাবড়া বিধানসভা কেন্দ্রতে এদিনের সভা। যে কেন্দ্রের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। যিনি রেশন বণ্টন দুর্নীতি মামলায় এখন জেলে। অন্যদিকে, হাবড়া সেই জায়গা, গত লোকসভা ভোটে যেখান থেকে কাকলি ঘোষদস্তিদার অনেকটা পিছিয়ে ছিলেন। দেগঙ্গায় এগিয়ে থাকাই তাঁর জয়ের একটা বড় ফ্যাক্টর বলে মনে করে রাজনৈতিক মহল।

অন্যদিকে এদিন উত্তরবঙ্গেও যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। এদিন উত্তরের প্রার্থীদের নিয়ে শিলিগুড়িতে বৈঠকে বসার কথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। মঙ্গলবার বিকালে শিলিগুড়ি পৌঁছে দীনবন্ধু মঞ্চে পাহাড় ও সমতলের বিভিন্ন বোর্ডকে নিয়ে বৈঠক করবেন তিনি। এরপর উত্তরে দলের প্রর্থীদের নিয়েও বৈঠক রয়েছে তাঁর। বুধবার উত্তরকন্যা সংলগ্ন একটি মাঠে সরকারি প্রকল্প প্রদানের কর্মসূচিও রয়েছে তাঁর।

Next Article