RG Kar: ‘কাল সকাল থেকে টিভি খুলে বসেছিলাম’, হতাশ তিলোত্তমার বাবা-মা বললেন, ‘আর চোখের জল নয়’
RG Kar: ৫ নভেম্বর, মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। বেলা ৩টেয় শুনানি হওয়ার কথা থাকলেও, তা স্থগিত হয়ে যায়। কথা ছিল, বুধবার শুরুতেই শোনা হবে এই মামলা। কিন্তু এদিনও শুনানি হয়নি।
পানিহাটি: উৎসবের মরসুমে বন্ধ ছিল আদালত। তাই আগের শুনানির প্রায় তিন সপ্তাহ পর আরজি কর কাণ্ডে শুনানির দিন ধার্য করা হয়েছিল। কিন্তু পরপর দু’দিন শুনানি স্থগিত হয়ে যাওয়ায় কার্যত হতাশ তিলোত্তমার বাবা-মা। তাঁরা বলছেন, “তিন মাস হয়ে গেল। এখনও মামলা পিছিয়ে যাচ্ছে। বিচার ব্যবস্থার আস্থা থাকবে কী করে?” মঙ্গলবার থেকে অপেক্ষা করছিলেন তাঁরা। মঙ্গলবার ও বুধবার শুনানি স্থগিত হয়ে যায়। বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়েছে।
৫ নভেম্বর, মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। বেলা ৩টেয় শুনানি হওয়ার কথা থাকলেও, তা স্থগিত হয়ে যায়। কথা ছিল, বুধবার শুরুতেই শোনা হবে এই মামলা। কিন্তু এদিনও শুনানি হয়নি। এরপরই তিলোত্তমার বাবা-মা ক্ষোভ উগরে দেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা বলেন, “বিচার ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছি। প্রয়োজনে পথে নেমে বিচার ছিনিয়ে আনব।” তাঁদের প্রশ্ন, কেন বিচারে দেওয়া হচ্ছে না? কেন এক এক করে দিন পিছিয়ে যাচ্ছে? তিলোত্তমার মা বলেন, “দেশের প্রধান বিচারপতি কথা দিয়েছিলেন আজ সবার আগে আরজি কর মামলার শুনানি হবে। কী করে তা পিছিয়ে গেল? বিচার নিয়ে কি ছেলে-খেলা হচ্ছে?”
তিলোত্তমার বাবা বলেন, “প্রয়োজনে পথে নেমে মেয়ের বিচার ছিনিয়ে আনব। রাজ্য সরকারের বিচার নিয়ে কোনও হেলদোল নেই। কেন্দ্রীয় এজেন্সি ও দেরি করছে। তিন মাস হয়ে গেল এখনও বিচার পেল না।” তিলোত্তমার বাবা হতাশা প্রকাশ করে বলেন, “এতদিন আমাদের চোখে জল চলে আসত। এখন আর জল দেখা যাবে না। আমরা লড়াই করে বিচার পাব।”
বুধবার শুনানি পিছিয়ে দুপুর ৩টে করে দেওয়া হয়। ৩৪ নম্বর তালিকাভুক্ত হয় আরজিকর মামলাটি। কিন্তু প্রধান বিচারপতি বলেন, ‘আগামীকাল তদন্ত রিপোর্ট আমরা আগে দেখি। তারপর দেখা যাবে।’ বৃহস্পতিবার দুপুর ২টোয় আরজি কর মামলার শুনানি হবে। আর মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের নতুন লোগো উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই অনুষ্ঠানে যোগ দিতেই রাষ্ট্রপতি ভবনে যান প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। তাই আরজি কর মামলার শুনানি স্থগিত হয়ে যায়।