Sandeshkhali: ফোনই সূত্র, আজ সন্দেশখালিতে সেই ঘাপটি মেরে থাকা ‘বাঘের’ ডেরায় CBI

Sandeshkhali: প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শাহজাহান ঘনিষ্ঠ ওই ব্যক্তির নাম দিনআলি মোল্লা। তাঁর বাড়ি সরবেড়িয়া মোড় সংলগ্ন ডুগরিপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এলাকায় এই দিনআলি মোল্লারও বিশায় প্রভাব। এলাকায় তাঁর ব্যাপক দাপট।

Sandeshkhali: ফোনই সূত্র, আজ সন্দেশখালিতে সেই ঘাপটি মেরে থাকা 'বাঘের' ডেরায় CBI
সন্দেশখালিতে শেহজাহানের ঘনিষ্ঠের বাড়িতে সিবিআইImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2024 | 3:23 PM

সন্দেশখালি: শাহজাহানের পর আরও এক জনের খোঁজ। সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশির পর এবার কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের নজরে অন্য কেউ।  তিনিও এলাকায় ব্যাপক প্রভাবশালী। সিবিআই জানতে পেরেছে, সেদিন শাহজাহান প্রথম ফোনটা করেছিলেন তাঁকেই। সন্দেশখালির আকুঞ্জবেড়িয়ার পর ডুগরিপাড়ায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। শাহজাহানের আরও এক ঘনিষ্ঠের খোঁজ করছেন তদন্তকারীরা। তাঁরা জানতে পেরেছেন, আরও অনেক তথ্য় রয়েছে ওই ব্যক্তির কাছেই।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শাহজাহান ঘনিষ্ঠ ওই ব্যক্তির নাম দিনআলি মোল্লার ছেলে আবু হোসেন মোল্লা। তাঁর বাড়ি সরবেড়িয়া মোড় সংলগ্ন ডুগরিপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এলাকায় এই দিনআলি মোল্লা ও তাঁর ছেলেরও বিশায় প্রভাব। এলাকায় তাঁর ব্যাপক দাপট। সিবিআই-এর পাঁচ থেকে ছ’জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ওই বাড়িতে পৌঁছন। তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তল্লাশি চালাচ্ছেন। তবে আবুহোসেন মোল্লা  ৫ জানুয়ারির পর থেকে ফেরার। ইতিমধ্যেই তদন্তকারীরা জানতে পেরেছেন, ৫ জানুয়ারি, বাড়িতে ইডি-র তল্লাশির সময়ে শেখ শাহজাহান ফোন করে হামলার নির্দেশ দিয়েছিলেন। বিভিন্ন লোককে ফোন করেছিলেন শেখ শাহজাহান। অন্তত গ্রেফতারির পর পুলিশের কাছে সেটাই স্বীকার করেছেন। সেই রিপোর্টও আদালতে জমা করেছিল পুলিশ। সূত্রের খবর, তদন্তকারীরা একটি ফোনের খোঁজ করছেন।

কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে পেরেছেন, সেদিন আবু হোসেন মোল্লার কাছেও ফোন গিয়েছিল শাহজাহানের ফোন থেকে। সে বিষয়েই খোঁজখবর করতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে রয়েছে সিবিআই-এর একটা টিম, সেখানে রয়েছে CFSL-এর টিমও। আবার আরেকটি দল পৌঁছেছে শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতে। সরবেড়িয়ায় শাহজাহানের নামের বাজারেও তল্লাশি চালাচ্ছে একটি টিম। সবমিলিয়ে সন্দেশখালির ত্রাস এখন কেন্দ্রীয় এজেন্সির ঘেরাটোপে।