সন্দেশখালি: গত শুক্রবারের পর পেরিয়ে গিয়েছে দুটো দিন। একটাই নাম শেখ শাহজাহান, যাঁকে ঘিরেই কিনা সন্দেশখালির নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছিল বাংলা। ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার, সিআরপিএফ জওয়ানদের তাড়া করে দৌড় করানোর অভিযোগে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। কিন্তু এখনও পর্যন্ত যাঁকে ঘিরে এত্ত ঘটনা, সেই শেখ শাহজাহানের টিকি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এবার বিস্ফোরক দাবি দলেরই পঞ্চায়েত প্রধানের। সন্দেশখালি এলাকাতেই নাকি ঘুরে বেরিয়েছেন তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান। দু’দিন আগে তাঁর সঙ্গে দেখাও হয়েছে। TV9 বাংলায় বিস্ফোরক দাবি করলেন বেড়মজুর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি মোল্লা। এবং শুধু তাই নয়, চ্যালেঞ্জের সঙ্গেই তিনি বলেছেন, এক সপ্তাহের মধ্যেই শেখ শাহজাহান নাকি সকলের মুখোমুখি থাকে। মানুষের জন্যই কাজ করেন শেখ শাহজাহান।
কী বলেছেন তিনি?
পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিকি মোল্লার বক্তব্য, “শুভেন্দু অধিকারীর জানা উচিত শেখ শাহজাহান পালানোর ছেলে নয়। শাহজাহান তো এলাকাতে ঘুরে বেড়াচ্ছেন। বিন্দাস ঘুরছেন। এলাকাতেই রয়েছে। সবার সঙ্গে যোগাযোগ রেখেছেন। কেন পালাবেন? তিনি তো কোনও অপরাধ করেননি। শাহজাহান তো এলাকাতেই রয়েছেন। তাঁর বিধানসভা এলাকাতেই রয়েছে। তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।”
তিনি আরও বলেন, “শাহজাহান একজন সমাজসেবী। তিনি পালানোর ছেলে নয়। কেন আত্মগোপন করে থাকবে সে! অপেক্ষা করুন এক সপ্তাহের মধ্যে শাহজাহান সকলের মুখোমুখি হবে। আইনি সাহায্য নিয়ে সামনে আসবে সন্দেশখালির শাহজাহান! এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। আমাদের সঙ্গে দেখা হচ্ছে।”
প্রসঙ্গত, রাজ্যপাল শেখ শাহজাহানকে গ্রেফতার করার প্রশ্নে রাজ্য পুলিশ প্রশাসনের উপরে চাপ বাড়িয়ে বিবৃতি জারি করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, বেপাত্তা হওয়ার পর বেড়মজুর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে ছিলেন শাহজাহান। সেই অভিযোগ উড়িয়ে যদিও পঞ্চায়েত প্রধান নিজেই স্বীকার করে নিয়েছেন, সন্দেশখালিতেই রয়েছেন শেখ শাহজাহান। কিন্তু তাতে প্রশ্ন উঠছে, পুলিশ তাহলে কী করছে?
সন্দেশখালি: গত শুক্রবারের পর পেরিয়ে গিয়েছে দুটো দিন। একটাই নাম শেখ শাহজাহান, যাঁকে ঘিরেই কিনা সন্দেশখালির নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছিল বাংলা। ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার, সিআরপিএফ জওয়ানদের তাড়া করে দৌড় করানোর অভিযোগে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। কিন্তু এখনও পর্যন্ত যাঁকে ঘিরে এত্ত ঘটনা, সেই শেখ শাহজাহানের টিকি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এবার বিস্ফোরক দাবি দলেরই পঞ্চায়েত প্রধানের। সন্দেশখালি এলাকাতেই নাকি ঘুরে বেরিয়েছেন তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান। দু’দিন আগে তাঁর সঙ্গে দেখাও হয়েছে। TV9 বাংলায় বিস্ফোরক দাবি করলেন বেড়মজুর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি মোল্লা। এবং শুধু তাই নয়, চ্যালেঞ্জের সঙ্গেই তিনি বলেছেন, এক সপ্তাহের মধ্যেই শেখ শাহজাহান নাকি সকলের মুখোমুখি থাকে। মানুষের জন্যই কাজ করেন শেখ শাহজাহান।
কী বলেছেন তিনি?
পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিকি মোল্লার বক্তব্য, “শুভেন্দু অধিকারীর জানা উচিত শেখ শাহজাহান পালানোর ছেলে নয়। শাহজাহান তো এলাকাতে ঘুরে বেড়াচ্ছেন। বিন্দাস ঘুরছেন। এলাকাতেই রয়েছে। সবার সঙ্গে যোগাযোগ রেখেছেন। কেন পালাবেন? তিনি তো কোনও অপরাধ করেননি। শাহজাহান তো এলাকাতেই রয়েছেন। তাঁর বিধানসভা এলাকাতেই রয়েছে। তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।”
তিনি আরও বলেন, “শাহজাহান একজন সমাজসেবী। তিনি পালানোর ছেলে নয়। কেন আত্মগোপন করে থাকবে সে! অপেক্ষা করুন এক সপ্তাহের মধ্যে শাহজাহান সকলের মুখোমুখি হবে। আইনি সাহায্য নিয়ে সামনে আসবে সন্দেশখালির শাহজাহান! এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। আমাদের সঙ্গে দেখা হচ্ছে।”
প্রসঙ্গত, রাজ্যপাল শেখ শাহজাহানকে গ্রেফতার করার প্রশ্নে রাজ্য পুলিশ প্রশাসনের উপরে চাপ বাড়িয়ে বিবৃতি জারি করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, বেপাত্তা হওয়ার পর বেড়মজুর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে ছিলেন শাহজাহান। সেই অভিযোগ উড়িয়ে যদিও পঞ্চায়েত প্রধান নিজেই স্বীকার করে নিয়েছেন, সন্দেশখালিতেই রয়েছেন শেখ শাহজাহান। কিন্তু তাতে প্রশ্ন উঠছে, পুলিশ তাহলে কী করছে?