বনগাঁ: আরজি কর-কাণ্ডে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ উঠেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে। ইতিমধ্যে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকেও সন্দীপ ঘোষকে সরানোর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তিলোত্তমার নাম প্রকাশ্যে বলে দেওয়া থেকে আর্থিক তছরূপের মতো গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে কার্যত ক্ষুব্ধ সন্দীপের এক সময়ের সহপাঠী থেকে শুরু করে স্কুলের প্রাক্তনীরাও। বনগাঁ উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রদের তালিকার বোর্ড থেকে সন্দীপ ঘোষের নাম মুছে দেওয়ার জন্যে স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন জানালেন প্রাক্তন ছাত্ররা।
সন্দীপ ঘোষ বনগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ১৯৮৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে এখান থেকে। উচ্চমাধ্যমিকে বনগাঁ উচ্চ বিদ্যালয় মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করায় স্কুলের কৃতি ছাত্রদের তালিকার বোর্ডে নাম রয়েছে তাঁর। বুধবার বন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা প্রধান শিক্ষক কুনাল দে-এর কাছে একটি লিখিত আবেদন জমা দেন। তাঁদের দাবি কৃতি ছাত্রদের তালিকার বোর্ড থেকে সন্দীপের নাম মুছে দেওয়া হোক।
স্কুলের প্রাক্তন ছাত্রদের দাবি, বনগাঁ উচ্চ বিদ্যালয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্কুল। সন্দীপ ঘোষের নামে তাঁরা চিনতে চান না। তাই ওনার নাম মুছে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। সৌম্যদীপ সরকার নামে এক প্রাক্তনী বলেন, “আমরা যাঁরা এখানে আছি তাঁরা কোনও না কোনও বছরের প্রাক্তন ছাত্র। এই সন্দীপ ঘোষ কোনও না কোনও ভাবে স্কুলের সঙ্গে যুক্ত। আজ তাকে রাজ্য পুলিশ ডাকছে, সিবিআই তলব করছে। সেই কারণে আমাদের আর্জি স্কুলের কাছে ওঁর নাম কৃতি ছাত্রদের বোর্ডে না থাকে। কোথাও গিয়ে বনগাঁ হাইস্কুলের গৌরব নষ্ট করছে।”
আবেদনপত্র জমা নেওয়ার পরে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুনাল দে জানিয়েছেন, প্রাক্তন ছাত্ররা একটা আবেদনপত্র জমা দিয়েছে । সন্দীপ ঘোষ যদি দোষী সাব্যস্ত হন তখন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, প্রাক্তন ছাত্র ও স্কুল পরিচালনা সমিতির সঙ্গে বৈঠক করবার পরে যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হবে ।