Dengue: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু বিধাননগর পুর এলাকার এক গৃহবধূর

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 28, 2022 | 5:04 PM

মৃত মহিলার নাম সঙ্গীতা দেবী। তিনি বিধাননগর পুরনিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দশদ্রোন এলাকার বাসিন্দা।

Dengue: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু বিধাননগর পুর এলাকার এক গৃহবধূর
প্রতীকী ছবি

Follow Us

বিধাননগর: ডেঙ্গিতে মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ। বুধবার বিধাননগর পুর এলাকাতে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটল। ৩৭ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে। মৃত মহিলার নাম সঙ্গীতা দেবী। তিনি বিধাননগর পুরনিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দশদ্রোন এলাকার বাসিন্দা। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, হাসপাতালে ভর্তির পরই থ্রম্বোসাইটোপেনিয়া, কোয়াগ্যুলোপ্যাথির সমস্যা শুরু হয় ওই মহিলার। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সেখানে তাঁকে আয়নোট্রপ সাপোর্টও দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে বেসরকারি হাসপাতাল সূত্রে। ডবল আয়নোট্রপ দিয়েও তাঁর রক্তচাপে কোনও প্রভাব পড়েনি। ভর্তির তিন দিন পর মৃত্যু হয় ওই মহিলার। সঙ্গীতা দেবীর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ করা হয়েছে।

এর আগে হাওড়াতেও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যুর খবর সামনে এসেছিল। কল্পনা দেবী নামের ওই মহিলার বয়, ৭৪ বছর। তিনিও কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মৃত্যু হয় তাঁর। ওই বৃদ্ধা হাওড়ার বেলুড়ের বাসিন্দা। ডেঙ্গিতে তাঁর প্লেটলেট ১০ হাজারের নীচে নেমে গিয়েছিল বলে জানা গিয়েছে। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁকে মৃত্যু হয়।

Next Article