Somnath Shyam: ভরা মঞ্চ থেকে ‘খুনের আশঙ্কা’, এবার নিরাপত্তার বহর বাড়ল সোমনাথ শ্যামের

Ananta Chattopadhyay | Edited By: Soumya Saha

Jan 13, 2024 | 10:22 PM

Security Arrangement: কী কারণে নিরাপত্তা বাড়ানো হল, সেই বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি বিধায়ক। তাঁর বক্তব্য, প্রথমে চারজন ছিল। তারপর দু'জন বাড়ানো হয়। এখন আরও চারজন বাড়ানো হয়েছে। বললেন, 'কেন বাড়ানো হয়েছে সেটা প্রশাসন বলতে পারবে। আমাকে শুধু বলা হয়েছে, আরও চারজন নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে।'

Follow Us

জগদ্দল: শুক্রবার রাতেই টিটাগড়ের দলীয় সভা থেকে খুন হওয়ার আশঙ্কার কথা শুনিয়েছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। এলাকায় অশান্তি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, ‘আমারও কাল খুন হতে পারে। আমিও মরে যেতে পারি। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব।’ আর এসবের মধ্যেই এবার নিরাপত্তা বাড়ল জগদ্দলের বিধায়কের। সোমনাথ শ্যামের নিরাপত্তার দায়িত্বে এতদিন ছয় জন দেহরক্ষীকে রাখা হয়েছিল। এখন আরও চারজন নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে। এখন বিধায়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য থাকবেন ১০ জন দেহরক্ষী।

কী কারণে নিরাপত্তা বাড়ানো হল, সেই বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি বিধায়ক। তাঁর বক্তব্য, প্রথমে চারজন ছিল। তারপর দু’জন বাড়ানো হয়। এখন আরও চারজন বাড়ানো হয়েছে। বললেন, ‘কেন বাড়ানো হয়েছে সেটা প্রশাসন বলতে পারবে। আমাকে শুধু বলা হয়েছে, আরও চারজন নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে।’ যদিও বিধায়ক বলছেন, তিনি কোনও ভয় বা আতঙ্কের মধ্যে নেই। বললেন, ‘আমি বিনা সিকিউরিটিতেও চলতে পারি।’ বিধায়কের বক্তব্য, “আমার সঙ্গে চব্বিশ ঘণ্টা নিরাপত্তারক্ষীরা থাকেন। কিন্তু রাজীব গান্ধীও খুন হয়েছিলেন নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও।”

তবে শুধু বিধায়ক সোমনাথ শ্যামেরই নয়, রাজ্যের সেচ মন্ত্রী তথা ব্যারাকপুর শিল্পাঞ্চলের তৃণমূলের অন্যতম বড় মুখ পার্থ ভৌমিকেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। তাঁর ক্ষেত্রেও চার জন দেহরক্ষী বাড়ানো হয়েছে এবং এখন থেকে পার্থ ভৌমিকেরও নিরাপত্তার দায়িত্বে থাকবেন দশ জন নিরাপত্তারক্ষী। নিরাপত্তা বাড়ানোর বিষয়টি স্বীকার করলেও, কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন মন্ত্রীও।

জগদ্দল: শুক্রবার রাতেই টিটাগড়ের দলীয় সভা থেকে খুন হওয়ার আশঙ্কার কথা শুনিয়েছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। এলাকায় অশান্তি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, ‘আমারও কাল খুন হতে পারে। আমিও মরে যেতে পারি। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব।’ আর এসবের মধ্যেই এবার নিরাপত্তা বাড়ল জগদ্দলের বিধায়কের। সোমনাথ শ্যামের নিরাপত্তার দায়িত্বে এতদিন ছয় জন দেহরক্ষীকে রাখা হয়েছিল। এখন আরও চারজন নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে। এখন বিধায়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য থাকবেন ১০ জন দেহরক্ষী।

কী কারণে নিরাপত্তা বাড়ানো হল, সেই বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি বিধায়ক। তাঁর বক্তব্য, প্রথমে চারজন ছিল। তারপর দু’জন বাড়ানো হয়। এখন আরও চারজন বাড়ানো হয়েছে। বললেন, ‘কেন বাড়ানো হয়েছে সেটা প্রশাসন বলতে পারবে। আমাকে শুধু বলা হয়েছে, আরও চারজন নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে।’ যদিও বিধায়ক বলছেন, তিনি কোনও ভয় বা আতঙ্কের মধ্যে নেই। বললেন, ‘আমি বিনা সিকিউরিটিতেও চলতে পারি।’ বিধায়কের বক্তব্য, “আমার সঙ্গে চব্বিশ ঘণ্টা নিরাপত্তারক্ষীরা থাকেন। কিন্তু রাজীব গান্ধীও খুন হয়েছিলেন নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও।”

তবে শুধু বিধায়ক সোমনাথ শ্যামেরই নয়, রাজ্যের সেচ মন্ত্রী তথা ব্যারাকপুর শিল্পাঞ্চলের তৃণমূলের অন্যতম বড় মুখ পার্থ ভৌমিকেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। তাঁর ক্ষেত্রেও চার জন দেহরক্ষী বাড়ানো হয়েছে এবং এখন থেকে পার্থ ভৌমিকেরও নিরাপত্তার দায়িত্বে থাকবেন দশ জন নিরাপত্তারক্ষী। নিরাপত্তা বাড়ানোর বিষয়টি স্বীকার করলেও, কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন মন্ত্রীও।

Next Article