Barrackpore: ‘তোলা’র টাকা না দেওয়ায় ভোজালির কোপ, ব্যারাকপুরে উত্তেজনা

Ananta Chattopadhyay | Edited By: সায়নী জোয়ারদার

Jan 14, 2024 | 9:36 PM

Barrackpore: আক্রান্ত ব্যবসায়ী গৌরব রায় বলেন, "সোনু সাহা বলে একটা ছেলে গত তিনদিন ধরে আমাকে ফোন করে বিরক্ত করছিল। আমার কাজের জায়গায় গিয়ে সমস্যা করছে। আমার শ্রমিকদের কাজ করতে দিচ্ছে না। ওদের হুমকি দিচ্ছে। আমাকে মেরে ফেলারও হুমকি দিচ্ছে।"

Barrackpore: তোলার টাকা না দেওয়ায় ভোজালির কোপ, ব্যারাকপুরে উত্তেজনা
আক্রান্ত গৌরব রায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: টাকা চেয়ে না পেয়ে এক ব্য়বসায়ীকে ভোজালি দিয়ে কোপানোর অভিযোগ উঠল ব্যারাকপুরে। সদর বাজার এলাকার এই ঘটনা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে এলাকায়। আসবাবপত্র ব্যবসায়ী গৌরব রায়ের কাছে সোনু সাউ নামে এক যুবক দু’ তিনদিন ধরে টাকা চাইছিলেন বলে অভিযোগ। গৌরব তাতে রাজি না হওয়ায় রবিবার সোনুর দলবল তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলেও অভিযোগ। চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন ছুটে এলে সোনু তাঁর দলবল নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।

আক্রান্ত ব্যবসায়ী গৌরব রায় বলেন, “সোনু সাহা বলে একটা ছেলে গত তিনদিন ধরে আমাকে ফোন করে বিরক্ত করছিল। আমার কাজের জায়গায় গিয়ে সমস্যা করছে। আমার শ্রমিকদের কাজ করতে দিচ্ছে না। ওদের হুমকি দিচ্ছে। আমাকে মেরে দেওয়ারও হুমকি দিচ্ছে। এরমধ্যে আজ সকালেও কাজের জায়গায় গিয়ে ঝামেলা করে। আমি যেতেই আমাকে মেরেছে। আমার থেকে টাকা চায়। তোলবাজি করে। আমাকে বলছে মার্ডার করে জেলে যাব। এলাকার সমস্ত ব্যবসায়ী ভুক্তভোগী।”

অভিযুক্ত যুবক কি কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় রয়েছেন? আক্রান্ত গৌরব অবশ্য এ প্রশ্নের উত্তর দিতে পারেননি। গৌরব বলেন, “পার্টি পলিটিক্স করে কি না তা জানি না।” তবে তাঁর এক আত্মীয় রাজকুমার যাদব বলেন, “এসব কাণ্ড যারা করে নিশ্চয়ই রাজনীতির হাত থাকে মাথায়। এত সাহস না হলে পায় কোথা থেকে। প্রশাসনের ভূমিকা নিয়েও তো প্রশ্ন তুলছি আমরা। থানা যদি ঠিকমতো শাস্তি দেয়, ব্যবস্থা নেয় তাহলে তো এরা এত বাড়তে পারে না। আমরা এখানে বহু পুরনো বাসিন্দা। সদর বাজার এলাকায় এরকম তোলাবাজি আমরা আগে কখনও দেখিনি।” যদিও এ নিয়ে ব্যারাকপুর থানার পুলিশের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি। অভিযুক্তেরও কোনও প্রতিক্রিয়া মেলেনি এলাকাছাড়ার জন্য।

Next Article