Deganga: সিপিএমের পার্টি অফিসে আগুন, তৃণমূল বলছে নিজেদের কোন্দলেই পুড়ছে সব…

Dipankar Das | Edited By: সায়নী জোয়ারদার

Jan 14, 2024 | 9:46 PM

Deganga CPIM: সিপিএমের অভিযোগ, এই পার্টি অফিসে প্রচুর কাগজপত্র রাখা ছিল। সেসব পুড়ে ছাই। পুলিশ এর বিহিত না করলে বড়সড় আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। যদিও সিপিএমের আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে শাসকদল।

Deganga: সিপিএমের পার্টি অফিসে আগুন, তৃণমূল বলছে নিজেদের কোন্দলেই পুড়ছে সব...
ভাঙা হয়েছে সিপিএমের অফিস।
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: সিপিএমের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ দেগঙ্গায়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। দেগঙ্গার চাকলা গ্রামপঞ্চায়েতের খাঁরাটি সুবর্ণপুর এলাকায় সিপিএমের একটি দলীয় কার্যালয় রয়েছে। রবিবার সকালে তাতেই আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ, রাতের অন্ধকারে এই পার্টি অফিসে আগুন লাগানো হয়। সকালে এলাকার লোকজন দেখেন পুড়ে গিয়েছে সেটি। যা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দেগঙ্গা-২ এরিয়া কমিটির সিপিএম সদস্য আব্দুল গফফর পুরকাইত জানান, গত পঞ্চায়েত ভোটে এখানকার ২৩৩ নম্বর বুথে সিপিএম জিতেছে। সেই হার এখনও শাসকদল হজম করতে পারেনি। তাই যখন যেভাবে পারছে, সিপিএমের লোকজনের উপর অত্যাচার করছে। এখন পার্টি অফিসেও নজর পড়েছে।

সিপিএমের অভিযোগ, এই পার্টি অফিসে প্রচুর কাগজপত্র রাখা ছিল। সেসব পুড়ে ছাই। পুলিশ এর বিহিত না করলে বড়সড় আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। যদিও সিপিএমের আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে শাসকদল। চাকলা অঞ্চলের তৃণমূল আহ্বায়ক ওমর ফারুকের বক্তব্য, সিপিএমের এখানে কোনও জায়গাই নেই। আইএসএফে ভর করে গত পঞ্চায়েত ভোটে একটা বুথ দখল করে। এখন সেই আইএসএফের সঙ্গেই ঝামেলা বেধেছে। তাতেই এই ঘটনা বলে দাবি তাঁর।

Next Article