Shantanu Thakur: ‘আসলে এগুলো টাকা তোলার ছক…’, শান্তনু ঠাকুরের CAA প্রশিক্ষণ শিবির নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ তৃণমূলের
Shantanu Thakur: এই নিয়ে অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ পাঠালেন বনগাঁ পৌরসভার পুরপ্রধান গোপাল শেঠ। উল্টে গোপালের আরও অভিযোগ, "বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে কিছু আইনজীবী সেট করে নোটারি করে সেই বাংলাদেশকে দীর্ঘদিনের বাসিন্দা বানানো হচ্ছে, তারপর তাঁকে হিন্দু সার্টিফিকেট দেওয়া হচ্ছে।"

উত্তর ২৪ পরগনা: জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের CAA প্রশিক্ষণ শিবির সম্পূর্ণ অবৈধ বলে দাবি বনগাঁ পুরসভার পুরো প্রধান গোপাল শেঠের । তাঁর অভিযোগ, আদতে এই প্রশিক্ষণ শিবির করে আসলে সাধারণ মানুষের থেকে টাকা নেওয়ার ফাঁদ পেতেছেন। তাঁর বক্তব্য, ” রাজ্য কিংবা কেন্দ্র, কোনও সরকারই তো বলেনি এইভাবে প্রশিক্ষণ শিবির করার কথা। ওনাকে কে দায়িত্ব দিলো এই ভাবে শিবির করার?”
এই নিয়ে অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ পাঠালেন বনগাঁ পৌরসভার পুরপ্রধান গোপাল শেঠ। উল্টে গোপালের আরও অভিযোগ, “বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে কিছু আইনজীবী সেট করে নোটারি করে সেই বাংলাদেশকে দীর্ঘদিনের বাসিন্দা বানানো হচ্ছে, তারপর তাঁকে হিন্দু সার্টিফিকেট দেওয়া হচ্ছে।”
এ বিষয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডলের বক্তব্য, ” গোপালবাবু বিভিন্ন জায়গায় অভিযোগ করেন বেরান। কিন্তু সেই অভিযোগের কোনও ভিত্তি নেই। তার কোনও রিপোর্ট আসে না। আসলে ভোটার তালিকা সংশোধন এবং নাগরিকত্বের জন্য মানুষেরই আবেদন, যা দেখে ওরা ভয় পাচ্ছে, ক্ষমতা চলে যাবে। সেই জন্য এমন বলছেন।”
CAA, NRC, SIR নিয়ে ইতিমধ্যেই সংসদে ঝড় তুলেছেন তৃণমূল-সহ বিরোধী সাংসদরা। বাংলায় এই SIR আবহের মধ্যেই উত্তর ২৪ পরগনার বাগদা থেকে গোপালনগরে নাগরিকত্বের আবেদনের জন্য ক্যাম্প করেছেন বিজেপি নেতৃত্ব। শান্তনু ঠাকুরের নেতৃত্বে গত শনিবার সিএএ সংক্রান্ত প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কী ভাবে নাগরিকত্বের জন্য আবেদন করতে হয়, আবেদনের জন্য কী কী নথি প্রয়োজন মূলত সেই বিষয়গুলো নিয়েই এ দিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিজেপি সূত্রের খবর।

