Santanu Thakur: রাজ্যের কোর্টে বল ঠেলে ইছামতির উপর তৈরি ব্রিজ পরিদর্শন শান্তনু ঠাকুরের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 17, 2022 | 2:29 PM

West Bengal: তবে শুধু সেতু পরিদর্শনই নয়, পাশাপাশি বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।

Santanu Thakur: রাজ্যের কোর্টে বল ঠেলে ইছামতির উপর তৈরি ব্রিজ পরিদর্শন শান্তনু ঠাকুরের
সেতু পরিদর্শনে শান্তনু ঠাকুর (নিজস্ব চিত্র)

Follow Us

বারাসত: ব্রিজ পরিদর্শনে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বেরিগোপালপুর থেকে স্বরূপনগর যাওয়ার পথে ইছামতির উপর তৈরি ব্রিজ পরিদর্শন করেন তিনি। সেতুটি পরিদর্শনের পর কেন্দ্রীয় মন্ত্রী জানান যে, যদি রাজ্য সরকার জমি সমস্যা মিটিয়ে দেয়, তাহলে সেতুটিকে কংক্রিটের তৈরি করার কাজ শুরু করাতে পারেন তিনি। আর সেতুটি কংক্রিটের তৈরি হলে দ্রুতই এই এলাকার মানুষ উপকৃত হবেন। তবে শুধু সেতু পরিদর্শনই নয়, পাশাপাশি বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।

এখানকার বেশিরভাগ লোকজন যাতায়াত করেন এই এলাকা থেকে। তেতুঁলিয়া ব্রিজ হয় ঘুরে যেতে অনেক দেরী হয়ে যায়। তাই বহু জায়গা থেকে দাবি উঠেছিল এই ব্রিজটি যাতে তৈরি করে দেওয়া যায়। আগামীতে এই ব্রিজটি তৈরির চেষ্টা আমরা করব। সেই কারণে রাজ্য সরকারের সহযোগিতা একান্ত কাম্য। ব্রিজটি সঠিকভাবে করার জন্য কিছু জায়গা লাগবে। তার জন্য স্থানীয় মানুষজনদেরও জায়গা ছাড়তে হবে।”

যদিও এলাকাবাসীর দাবি ভিন্ন। তাঁদের বক্তব্য প্রতিবার নির্বাচনের আগে এই সেতু তৈরি নিয়ে নানাধরনের উদ্যোগ দেখা যায়। তবে ভোট চলে গেলে কিছুই হয় না। স্থানীয় এক ব্যক্তি বলেন, “নির্বাচনের আগে এসে বলেন ব্রিজ আমরা করে দেব। যেই ভোট চলে যায় আর কারোর দেখা পাওয়া যায় না। ওই রাস্তা দিয়ে যাওয়াই যায় না। একটু যদি জল বারে গোটা রাস্তা আটকে পড়ে।”

উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মতুয়া ভোটে নজর দিতে নদিয়াতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, “যে কোনও রাজনৈতিক দল যেখানে খুশি সভা করতে পারেন। মানুষ বিবেচনা করবেন তাঁরা কোথায় ভোট দেবেন। তিনি মতুয়া ধামে যেতেই পারেন। ঠাকুরবাড়িতে যে কেউ যেতে পারেন।আসলে কর্মই সব থেকে পরম ধর্ম।”

Next Article