Shashon Fraud: বিশুদ্ধ পানীয় জল প্রস্তুতকারক কারখানা, অন্দরে এ সব কী চলত!
Shashon Fraud: বিভিন্ন কোম্পানির নকল স্টিকার জলের বোতল ও একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা।
উত্তর ২৪ পরগনা: পানীয় জল প্রস্তুতকারক কারখানা। তারই ভিতরে কিনা এসব চলত। সাদা পোশাকের কর্তারা যখন সাতসকালে ওই কারখানার বাইরে এলেন, তখনও স্থানীয় দোকানিরা বিষয়টা বুঝতে পারেননি। জলের কারখানার ভিতরে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। নামী ব্র্যান্ডের বিশুদ্ধ জল কোম্পানির স্টিকার লাগিয়ে বিকোতে সাধারণ জলই। শাসনে অবৈধ জলের কানা কারখানায় হানা দিল জেলা ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও খাদ্য দফতরের প্রতিনিধিদল। জানা যাচ্ছে, ওই কোম্পানির মালিক পলাতক।
বিভিন্ন কোম্পানির নকল স্টিকার জলের বোতল ও একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। এক কর্মচারীকে আটক করেছে উত্তর ২৪ পরগনা জেলায় ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
গোপন সূত্রে তদন্তকারীরা খবর পান, ওই কোম্পানিতে বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টিকার লাগিয়ে প্লাস্টিকের বোতলে জল বিক্রি হত। যথাযথ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে তল্লাশি চালান তদন্তকারীরা। বেলা ১১ টা নাগাদ জেলা ইমফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রতিনিধি দল ও খাদ্য দফতরের যৌথ উদ্যোগে ওই জলের কারখানায় হানা দেয়।
তবে আধিকারিকরা আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জলের কারখানার মালিক। অবৈধ জলের কারখানা থেকে বিভিন্ন কোম্পানির স্টিকার বোতল বাজেয়াপ্ত করেছেন ইবি আধিকারিকরা। এক কর্মচারীকে আটক করে ইবি। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় এক ব্যবসায়ী বলছেন, “আমাদের সামনেই কাজ চলত। এমনিতে তো এমন কিছুই বুঝতে পারিনি। আমাদের বোঝারও অবশ্য কথা নয়। কারণ স্টিকারগুলো একেবারে দেখে আসলই লাগত। যখন কর্তারা হানা দিলেন, তখনই বুঝলাম।”