North 24 Parganas Lottery: সাইকেলের চাকা ঘোরাতে ঘোরাতে নিজের ভাগ্যও ঘুরে গেল লক্ষ্মণ ঘোষের

North 24 Parganas Lottery: ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গেই থাকে দোকানে । মেয়ে স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

North 24 Parganas Lottery: সাইকেলের চাকা ঘোরাতে ঘোরাতে নিজের ভাগ্যও ঘুরে গেল লক্ষ্মণ ঘোষের
কোটি টাকার লটারি জিতলেন এই ব্যক্তি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2022 | 1:02 PM

উত্তর ২৪ পরগনা: টিনের ছাউনি দেওয়া ছোট্ট সাইকেলেক দোকান। সারাদিনে মোটের ওপর যা ব্যবসাপাতি হয়, তা ফুরিয়ে যান সংসারের চাল নুন কেনার গার্হস্থ্য অনুশাসনেই। কাচা বাড়ি পাকার করার স্বপ্ন বুনেছিলেন। তা বাস্তবায়িত করার চেষ্টাও করেছিলেন। কিন্তু কঠোর বাস্তবে সে স্বপ্ন থমকে মাঝ পথেই। কিন্তু একেই বলে কপাল! সাইকেলের চাকা ঘোরাতে ঘোরাতেই ঘুরে দেল তাঁর ভাগ্যের চাকা। এখন কোটিপতি সাইকেলের দোকানের মালিক! আরে এক কামরা ঘর বানাতেই যার হিমশিম অবস্থা ছিল, তিনিই এখন কোটি টাকার মালিক। ৬০ টাকার লটারির টিকিট কেটে কোটি টাকা জিতলেন উত্তর ২৪ পরগনা বাগদা ব্লকের কুলবেড়িয়ার বাসিন্দা।

কুলবেড়িয়ার বাসিন্দা লক্ষণ ঘোষের হেলেঞ্চা বাজারে একটি সাইকেল সারাইয়ের দোকান রয়েছে। স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে তাঁর ছোট্ট সংসার। দিনে যা আয় করেন, তাতে মোটামুটি সংসার চলে যায় তাঁর। সাইকেলের দোকান থেকে আয়ের ওপরেই মেয়ের পড়াশোনার খরচ সঙ্গে সংসারের।

ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গেই থাকে দোকানে । মেয়ে স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পাকা বাড়িতে হাত দিয়ে সম্পন্ন করতে পারেননি অর্থের অভাবে।

লক্ষণের সেই কিশোর বয়স থেকেই লটারি কাটার নেশা। প্রত্যেক মাসেই কাটেন। এবারও কেটেছিলেন। কিন্তু এভাবে ভাগ্য ফিরবে নিজেও হয়তো ভাবেননি। রবিবার সন্ধ্যায় ৬০ টাকার লটারি কেটেছিলেন পাশের দোকান থেকেই। ভাগ্যের চাকা ঘুরে গেল লক্ষণের । এক কোটি টাকার প্রথম পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

এখন তিনি কোটিপতি। এখন তিনি বলেন, “লটারি কেটেছিলাম ৬০ টাকা দিয়ে। তবে বিশ্বাস করুন ভাবতেও পারিনি। ঠাকুর আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। ছেলেমেয়ের স্বপ্ন ছিল, বাড়িঘর বানাব। আমার বড় হওয়ার স্বপ্ন ছিল। এবার হয়তো তা সত্যি হবে।”