Shobhondeb Chatterjee: সন্দেশখালির ঘটনা ‘জনবিস্ফোরণ’, মন্তব্য শোভনদেবের

Dipankar Das | Edited By: সায়নী জোয়ারদার

Jan 09, 2024 | 8:24 AM

ED: গত শুক্রবারের ঘটনা। সন্দেশখালির সরবেরিয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে যায় ইডি। মূলত রেশন দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে এই নেতা। এরপরই কয়েক হাজার মানুষ ঘিরে ধরে ইডির আধিকারিকদের। বেধড়ক মার, কিল, ঘুষি চলে। বেশ কয়েকজন ইডির কর্মকর্তা আহতও হন।

Shobhondeb Chatterjee: সন্দেশখালির ঘটনা জনবিস্ফোরণ, মন্তব্য শোভনদেবের
শোভনদেব চট্টোপাধ্যায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: সন্দেশখালির শেখ শাহজাহান নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তেতে। আর তারই মধ্যে শাহজাহান-প্রশ্নে কার্যত মেজাজ হারালেন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ইডির অভিযানে সন্দেশখালিতে যা হয়েছে, তাকে ‘জনবিস্ফোরণ’ বলে আখ্যা পরিষদীয় মন্ত্রী শোভনদেবের। বললেন, সবে তো বাংলার একটা জায়গায় হয়েছে। এরপর গোটা দেশে হবে।

গত শুক্রবারের ঘটনা। সন্দেশখালির সরবেরিয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে যায় ইডি। মূলত রেশন দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে এই নেতা। এরপরই কয়েক হাজার মানুষ ঘিরে ধরে ইডির আধিকারিকদের। বেধড়ক মার, কিল, ঘুষি চলে। বেশ কয়েকজন ইডির কর্মকর্তা আহতও হন। এদিকে এই ঘটনার পর চারদিন কেটে গিয়েছে, খোঁজ নেই শাহজাহানের। কোথায় লুকিয়ে কেউ জানেন না।

এদিকে সোমবার দলের এমনই নেতাকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে। এদিন মধ্যমগ্রামে তৃণমূলের কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্ন শুনে শোভনদেব বলেন, “আরে ভাই এবার তো জনবিস্ফোরণ হবে। এখন তো সবে একটা জায়গায় হয়েছে। সারা বাংলাজুড়ে জনবিস্ফোরণ হবে। ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি সরকার নেই, সেখানে ইডি যাচ্ছে।”

সূত্রের খবর, সন্দেশখালির ঘটনার পর সিআরপিএফ জওয়ানদের সুরক্ষার কথা ভেবে বডি প্রটেক্টর, হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে আজ মঙ্গলবার কলকাতায় ইডির ডিরেক্টর রাহুল নবীন। সূত্রের খবর, আসার কথা বিএসএফের আইজিরও। ইডির স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়ালের সঙ্গে দেখা করার কথা তাঁর।

Next Article