TMC: বালু-ডাকু-শাহজাহান! উত্তর ২৪ পরগনায় অস্বস্তি বাড়ছে শাসকদলের, এবার কোন পথে সংগঠনের রাশ?

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 08, 2024 | 5:15 PM

TMC: রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বালু-হীন উত্তর ২৪ পরগনার শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা নিয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে চাপ আরও বেড়ে গেল তৃণমূলের। তারপর রয়েছে বারাকপুরের সাংসদ অর্জুন সিং ও বিধায়ক সোমনাথ শ্যামের কলহও অস্বস্তির কারণ

TMC: বালু-ডাকু-শাহজাহান! উত্তর ২৪ পরগনায় অস্বস্তি বাড়ছে শাসকদলের, এবার কোন পথে সংগঠনের রাশ?
উত্তর ২৪ পরগনার কোর কমিটির বৈঠক
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: ইডি আধিকারিকদের ওপর হামলার পর সন্দেশখালির শেখ শাহজাহান বেপাত্তা। ইডি-র জালে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য । রেশন দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে জ্যোতিপ্রিয় মল্লিকও। উত্তর ২৪ পরগনার একের পর এক ঘটনায় চাপে তৃণমূল। আর এই পরিস্থিতিতে তৃণমূলের নবগঠিত কোর কমিটি। এক সময়ে দীর্ঘদিন উত্তর ২৪ পরগনার জেলা সভাধিপতি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বালু-হীন উত্তর ২৪ পরগনার শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা নিয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে চাপ আরও বেড়ে গেল তৃণমূলের। তারপর রয়েছে বারাকপুরের সাংসদ অর্জুন সিং ও বিধায়ক সোমনাথ শ্যামের কলহও অস্বস্তির কারণ। এই অবস্থায় কীভাবে পরিস্থিতি সামলানো যায়? কোন পথে এগনো যাবে? তা নিয়ে বৈঠকে তৃণমূল। বালুহীন উত্তর ২৪ পরগনা জেলায় মুখ্যমন্ত্রীর সভা থেকে গঠন করা কোর কমিটির প্রথম বৈঠক হল।

জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পর কালীঘাটের বাড়িতে বসে কোর কমিটি গঠন করা হয়েছিল। নির্মল ঘোষকে চেয়ারম্যান রেখে কমিটি গঠন করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরে এই নতুন কোর কমিটির প্রথম বৈঠক। সূত্রের খবর, এদিনের  এই বৈঠকে আলোচনা উঠে আসতে পারে বারাকপুর সাংসদ বিধায়কের দ্বন্দ্ব, বালুর অবর্তমানে তাঁর বিধানসভা এলাকা দেখভালের দায়িত্ব কার হাতে যাবে, সদ্য গ্রেফতার হওয়া বনগাঁ সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক গ্রেফতারির পর সংগঠন।

সূত্রের খবর,  এছাড়াও আলোচনা হতে পারে বসিরহাট সংসদীয় জেলার একদা বাদশা শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে।  ঘটনার পর  থেকে বেপাত্তা শেখ শাহজাহান। ইতিমধ্যেই লুকআউট নোটিস জারি হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। ফলে আগামী দিনে বসিরহাট সন্দেশখালি এলাকার দায়িত্ব কাকে দেওয়া হতে পারে তা নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে।

Next Article