Silver Smuggling: ট্রাক্টরে রুপো যাচ্ছিল বাংলাদেশে, সীমান্ত পার হওয়ার আগেই BSF-এর জালে রাজু

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 19, 2022 | 2:13 PM

Basirhat: উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা। অভিযুক্তের নাম রাজু বিশ্বাস (২০)।

Silver Smuggling: ট্রাক্টরে রুপো যাচ্ছিল বাংলাদেশে, সীমান্ত পার হওয়ার আগেই BSF-এর জালে রাজু
গ্রেফতার হওয়া যুবক (নিজস্ব চিত্র)

Follow Us

বসিরহাট: আবারও পাচারের চেষ্টা সীমান্তে। তবে এবারও সেই চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। ট্রাক্টরের মিটারের ভিতরে রুপোর গহনা ভরে পাচারেরে চেষ্টা করছিল। গোটা ঘটনায় ধৃত এক পাচারকারী।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা। অভিযুক্তের নাম রাজু বিশ্বাস (২০)। বিএসএফ সূত্রে খবর, রাজু পেশায় ট্রাক্টর চালক। তার বাড়ি দক্ষিণ তারালী গ্রামে। সংশ্লিষ্ট ওই জায়গায়  অভিনব কায়দায় ট্রাক্টরের মিটার বাক্সের মধ্যে প্রায় চার কেজির উপর রুপোর গহনা নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল ওই যুবক। জানা গিয়েছে, গহনাগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় দু’লক্ষ টাকা।

বিএসএফ-এর দাবি ওই গহনাগুলি বাংলাদেশে পাচারের চেষ্টায় সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এবার ওই এলাকাতেই টহলদারির করছিলেন ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। রাজুর ব্যবহারে সন্দেহ হয়েছিল তাঁদের। সেই মোতাবেক প্রথমে ট্রাক্টর চালককে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। চালকের কথায় অসঙ্গতি ধরা পড়ে। তখনই তাঁরা ট্রাক্টরটি তল্লাশি চালাতে শুরু করেন। তারপর ট্রাক্টর তল্লাশি করতে গিয়ে চক্ষু চড়কগাছ হয় সীমান্ত রক্ষী বাহিনীর।

দেখা যায় মিটারের বাক্সের মধ্যে রয়েছে প্রচুর রুপোর গহনা। পরে সেগুলি উদ্ধার করে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাক্টরটিকে। পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

বস্তুত, এই প্রথম নয় এর আগে একাধিকবার এই ভাবে অভিনব কায়দায় কখনও সোনা, কখনও রূপো কখনও মাদক কখনও বিপুল পরিমাণ টাকা পাচারের চেষ্টা করা হয়েছে। তবে সদা-সতর্ক বিএসএফ সেই পাচারের চেষ্টা ব্যর্থ করেছে।

Next Article