উত্তর ২৪ পরগনা: দশমীর রাত। বেশির ভাগ পুজো মণ্ডপেই তখন নাচ-গানের আসর। অনুষ্ঠানের সুর সপ্তমে। মানুষের ভিড় প্যান্ডেলের বদলে তখন পাড়ার মাঠে। অনুষ্ঠানের সুর ভেদ করেছিল গুলির শব্দ! দশমীর রাতে ভিড়ের মধ্যেই গুলিচালনার ঘটনায় রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন সকলে। আকস্মিকতার ঘোর কাটিয়ে উঠতে পাড়ার লোকজন দেখতে পান, মাঠেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন যুবক। পা রক্তে ভেসে যাচ্ছে, সোদপুরে দশমীর রাতে গুলিচালনার ঘটনায় ১৭ ঘণ্টা পেরিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের হাতে উঠে এসেছে এই ঘটনার আসল কারণ। পুলিশের হাতে এসেছে শিউরে ওঠার মতো সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ দেখেই অপরাধীদের খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে শুভজিৎ ঠাকুর নামে গুলিবিদ্ধ যুবকের অবস্থাও বর্তমানে স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, সোদপুর নন্দনকানন এলাকায় দশমীর রাতে গুলি চলে। শুভজিৎ ঠাকুরকে তিন জন দুষ্কৃতী লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজ এসেছে, তাতে দেখা যাচ্ছে, দুষ্কৃতীরা হেঁটেই আসে। তারপর শুভজিতকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তাঁর ডান পায়ে লাগে।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, গুলিবিদ্ধ যুবক শুভজিৎ আগে টোটো চালাতেন। বর্তমানে তিনি গাঁজার ব্যবসা করতো এলাকায়। গাঁজার ব্যবসার বখরার টাকা নিয়ে গত তিন দিন আগে এলাকার কিছু দুষ্কৃতীদের সঙ্গে বচসা হয় শুভজিতের। বচসার জেরেই এই গুলিচালনার ঘটনা বলে পুলিশ জানিয়েছে।
সোদপুরে দশমীর রাতে গুলিচালনার ঘটনায় ১৭ ঘণ্টা পেরিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের হাতে এসেছে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ।
সব খবর: https://t.co/Z9cGg0jLNU#Sodepur | #WBPolice | #Shootout pic.twitter.com/P3fuuOh3Gq
— TV9 Bangla (@Tv9_Bangla) October 25, 2023
সোদপুর পানিহাটি আগরপাড়া খড়দহ কামারহাটি জুড়ে খড়দহ থানার পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে দুষ্কৃতীদের খোঁজে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।